সঞ্জয়ের ফাঁসি চেয়ে জোড়া মামলা! হাইকোর্টে শুনানি শেষ! কী রায় দিল আদালত?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন কাণ্ড (RG Kar Case) নিয়ে গত আগস্ট মাস থেকে উত্তাল রাজ্য রাজনীতি। গত ২০ জানুয়ারি এই মামলায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। এরপর সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় রাজ্য সরকার (Government of West Bengal) এবং সিবিআই। সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। ইতিমধ্যেই সেই শুনানি সম্পন্ন হয়েছে।

রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

শিয়ালদহ আদালতের তরফ থেকে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলায় রাজ্যের আবেদন আদৌ গ্রহণ করা হবে কিনা সেটা নিয়ে আজ হাইকোর্টে শুনানি শেষ হল। তবে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি বসাক ও বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চ।

জানা যাচ্ছে, এদিন হাইকোর্টে সিবিআইয়ের (CBI) তরফ থেকে দাবি করা হয়, রাজ্যের এই মামলা দায়ের করার কোনও এক্তিয়ার নেই। এই এক্তিয়ার সিবিআইয়ের রয়েছে। রাজ্যের তদন্তের ওপর আস্থা ছিল না বলেই কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। তাহলে এখন কীভাবে সঞ্জয়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য?

আরও পড়ুনঃ পেনশন নিয়ে বড় খবর! এবার প্রত্যেক মাসে মিলবে এত টাকা! নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক

পাল্টা রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে (Calcutta High Court) বলেন, মামলা দায়ের করার এক্তিয়ার রাজ্যের রয়েছে। নিজের বক্তব্যের স্বপক্ষে সুপ্রিম কোর্টের নানান মামলার রেফারেন্সও তুলে ধরেন তিনি। এদিকে আজ এই শুনানির সময় উচ্চ আদালতে উপস্থিত ছিলেন আরজি করের নির্যাতিতার পরিবারের আইনজীবীও। তিনি দাবি করেন, রাজ্য তাঁদের মামলা সংক্রান্ত কোনও নথি দেয়নি।

Cases filed in Calcutta High Court will RG Kar case victims parents would be present

এদিনের শুনানির সময় সব পক্ষের বক্তব্য শোনে হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যেই শুনানি সম্পন্ন হয়েছে। তবে আজ রায়দান করেনি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। রায়দান স্থগিত রাখা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর