বাংলা হান্ট ডেস্কঃ অবৈধ নির্মাণ নিয়ে কঠোর অবস্থানে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন নারকেলডাঙার একটি অবৈধ নির্মাণ (Illegal Building) মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) সাফ জানালেন, অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।
বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের-Calcutta High Court
নারকেলডাঙার ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তবে কাজের কাজ কিছুই হয়নি। পাঁচতলা বহুতল খালি করতে ব্যর্থ প্রশাসন। কলকাতা পুলিশ সহযোগিতা করছে না বলে আদালতে জানিয়েছিল পুরসভা। এদিন মামলা উঠলে বিচারপতির সাফ নির্দেশ, পুলিশ এবং পুরসভাকে ১০ মার্চের মধ্যেই ব্যবস্থা নিতে হবে। তা না হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেবে হাইকোর্ট।
কলকাতা পুরসভা এলাকায় বরো-৩ এলাকার অন্তর্গত নারকেলডাঙার ওই অবৈধ নির্মাণ নিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে। নির্মাণটি খতিয়ে দেখে পুরসভাও তা অবৈধ বলে জানিয়ে হাইকোর্টে রিপোর্ট দেয়। জানুয়ারি মাসে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস সিনহা। তবে তা এখনও সম্ভব হয়নি।
এদিন আদালতে মামলা উঠলে পুরসভা জানায় ওই বাড়ির একতলা খালি করা গিয়েছে। কিন্তু বাকি বাসিন্দাদের সরানো যাচ্ছে না। পুলিশের ভূমিকাও সদর্থক নয়। যদিও এই দাবি খারিজ করে পাল্টা পুলিশের জানায়, অবৈধ বাড়িটিতে ইতিমধ্যে তারা নোটিস লাগিয়ে দিয়েছে।
আরও পড়ুন: কনকনে ঠান্ডায় বৃষ্টিতে ভিজবে বাংলার ২ জেলা! কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর
সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি জানান, পুলিশ এই কাজ করতে না-পারলে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। প্রশাসনকে এই কাজের জন্য আরও এক মাস সময় দিয়েছেন বিচারপতি। তবে আগামী ১০ মার্চের মধ্যেও বাড়ি ভাঙার কাজ শেষ না হলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে বাধ্য হবে বলে পর্যবেক্ষণে জানিয়েছেন জাস্টিস সিনহা। আগামী ১০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।