মধ্য কলকাতায় আর কোনও কর্মসূচির অনুমতি আমি দেব না, মানুষের ভোগান্তি হয়: বিচারপতি ঘোষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ব্যস্ত শহরে সভা ঘিরে জটিলতা। একদিকে যানজট, যার জেরে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। আরজি কর সংক্রান্ত একটি মিছিল মামলায় মধ্য কলকাতায় সভা এবং মিছিল নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী দিনে মধ্য কলকাতায় (Central Kolkata) কোনও সভা-সমিতি বা কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। তার পরিবর্তে বিকল্প জায়গা নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে।

অসন্তোষ প্রকাশ করেও অনুমতি দিল হাইকোর্ট-Calcutta High Court

গত আগস্ট মাসে আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের ক্ষত-বিক্ষত দেহে। সেই ধর্ষণ-খুনের ঘটনার ৫ মাস পরও বিচার মেলেনি। এর প্রতিবাদে মিছিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল মামলা। ওয়েলিংটন স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। মামলাকারীরা জানান, পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। এরপরই হাইকোর্টে মামলা করেন তারা।

বুধবার এই মামলার শুনানিতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ঘোষ। বলেন, ‘‘এভাবে আর মধ্য কলকাতায় কাউকে কর্মসূচির অনুমতি দেব না। তাতে সাধারণ মানুষের ভোগান্তি হয়।’’ বিকল্প জায়গার কথা উল্লেখ করে বিচারপতি বলেন, ‘‘কলকাতা ধীরে ধীরে নিউ টাউনের দিকে এগিয়ে যাচ্ছে। যাতে নিউ টাউনের কোনও একটি এলাকা নির্দিষ্ট করা হয়, যেখানে কর্মসূচি করা যেতে পারে সেই বিষয়ে রাজ্যকে জানাতে বলব।’’

Calcutta High Court

আরও পড়ুন: ‘নজরদারি কোথায়?’ বেআইনি নির্মাণ নিয়ে ‘ক্ষুব্ধ’! বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বিচারপতি বলেন, ‘‘আমি নিরপেক্ষ ভাবে বলছি, এই শহরে আমার শৈশব কেটেছে। তাই সাধারণ মানুষের অসুবিধার বিষয়টা আমার জানা।’’ তবে মামলাকারীদের শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। ১৬ জানুয়ারি ১০০ জন লোক নিয়ে শান্তিপূর্ণ ভাবে মিছিল করা যাবে বলে জানিয়েছে হাইকোর্ট। কর্মসূচি শেষে আন্দোলনকারীদের পাঁচ জন সদস্যকে রাজ্যের আইন সচিবের কাছে নিজেদের বক্তব্য জানানোর কথা উল্লেখ করেছেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X