৩ সপ্তাহ সময়! এবার পর্ষদকে ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট! কড়া নির্দেশ বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে কেটে গিয়েছে ১৩ মাস। ২০২৩ সালের প্রাথমিক টেটের(Primary TET 2023) ফলপ্রকাশ এখনও হয়নি। কেন পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে না, এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন একজন পরীক্ষার্থী। বুধবার তার প্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিরাট নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)।

পর্ষদকে কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। এরপর কেটে গিয়েছে এক বছরেরও অধিক সময়। কিন্তু সেই পরীক্ষার ফল প্রকাশ হয়নি। কেন এই পরিস্থিতি? এবার এই নিয়ে উচ্চ আদালতে প্রশ্ন উঠল। গতকাল বিচারপতি বসু জানতে চান, কেন পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে? জবাবে পর্ষদের আইনজীবী বলেন, বর্তমানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। সেই জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে হওয়া প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না।

পর্ষদের আইনজীবীর এহেন দাবির বিরোধিতা করেন মামলাকারী পরীক্ষার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি বলেন, ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে শীর্ষ আদালতের তরফ থেকে ওই মামলায় কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। সেই কারণে ওই মামলার জন্য প্রাথমিক টেটের (Primary TET) ফল প্রকাশে কোনও জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ বিধায়ক-পুত্রের দাদাগিরি! হকি স্টিক দিয়ে ডেলিভারি বয়কে মার! বিতর্কে শওকত মোল্লার ছেলে

একথা শোনার পরেই পর্ষদের থেকে জবাব তলব করে হাইকোর্ট (Calcutta High Court)। তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বসুর কথায়, ‘জট কি ওবিসি মামলায় রয়েছে? নাকি অন্য কিছু? পর্ষদ হলফনামা দিয়ে জানাক। ডিভিশন বেঞ্চের জন্যই যদি ফল প্রকাশ আটকে থাকে, তাহলে হলফনামা দিয়ে সেটাই জানানো হোক’।

Calcutta High Court

২০২৩ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ সংক্রান্ত জটিলতা নিয়ে এর আগে মুখ খুলেছিলেন পর্ষদ (WBBPE) সভাপতি গৌতম পাল। গত বছর ডিসেম্বর মাসে তিনি বলেছিলেন, ‘বেশ কিছু বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে। কয়েকজন পরীক্ষার্থী প্রশ্ন নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। এগুলি অধিকাংশই ২০১৭ ও ২০২২ সালের টেটের। আগের ওই আইনি জটিলতা না মিটিয়ে ২০২৩ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ করা হবে না’।

এবার ফল প্রকাশে কেন বিলম্ব হচ্ছে, এর কারণ জানতে চেয়ে পর্ষদের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে হলফনামা জমা করার নির্দেশ দিয়েছেন জাস্টিস বসু। এরপর এই মামলা কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর