বাংলা হান্ট ডেস্কঃ স্যালাইন কাণ্ড (Saline Incident) নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম বাংলা। প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। পরবর্তীতে সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। অভিযোগ, স্যালাইন কাণ্ডে পর্দা দিতে চিকিৎসকদের ঘাড়ে দায় চাপানো হচ্ছে। এই আবহে এবার বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।
স্যালাইন কাণ্ডে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)!
এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা উঠেছিল। শুনানি চলাকালীন এমডি অ্যানাস্থেশিস্ট চিকিৎসক মামলাকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ওই অ্যানাস্থেশিস্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অথচ এখনও অবধি সেই এফআইআরের কপি আপলোড করা হয়নি। এদিকে তাঁকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে।
মামলাকারী চিকিৎসকের আইনজীবী হাইকোর্টে জানান, আজ সকাল অবধি এফআইআরের কপি আপলোড করা হয়নি। একথা শোনার পর বিচারপতি ঘোষ রাজ্যের আইনজীবীকে জিজ্ঞেস করেন, পুলিশ এখনও কেন আপলোড করেনি? এরপরেই তিনি নির্দেশ দেন, আজই মামলাকারীকে এফআইআরের (FIR) কপি দিতে হবে।
আরও পড়ুনঃ ‘মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন… ওনারা রাজনীতি করছেন’! তিলোত্তমার মা-বাবাকে ‘নিশানা’ কল্যাণের
জাস্টিস ঘোষ এদিন বলে দেন, আজ কোনও রিপোর্ট দেখব না। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। বিকেল ৪:৩০ নাগাদ এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি। একইসঙ্গে এই মামলার কেস ডায়েরি তলব করেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে একইদিনে সিজার হওয়া ৫ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে একজন, মামনি রুইদাসের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, স্যালাইনের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় চিকিৎসকদের দিকেই আঙুল তোলে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। এরপর এই জল গড়ায় হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।