বাংলা হান্ট ডেস্ক: ডেডলাইনের পর ডেডলাইন। এবার রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) বিপি গোপালিকাকে উত্তর দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যদের মতো একাধিক সরকারি আধিকারিক। নিয়ম অনুযায়ী, ধৃত সরকারি আধিকারিকদের বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের অনুমতি ছাড়া বিচারপ্রক্রিয়া শুরু করা যায় না।
ওদিকে সিবিআই এই নিয়ে অনুমোদন চাইলেও এ ব্যাপারে রাজ্যের গড়িমসিতে বিচারপ্রক্রিয়া শুরু করায় দেরি হচ্ছে। এই নিয়ে আগে একাধিক বার হাইকোর্টে (Calcutta High Court) অভিযোগ জানিয়েছিল সিবিআই। হাইকোর্টও সময় দেয় বহুবার। তবে সুরাহা হয়নি।
এদিন এই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে মুখ্যসচিবকে লিখিত আকারে রাজ্যের মতামত জানানোর নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশেম, আগামী তিন সপ্তাহের মধ্যে মুখ্যসচিবকে এই কাজ করতে হবে।
প্রসঙ্গত, এর আগে মুখ্যসচিব আদালতকে জানিয়েছিলেন ভোটের কারণে তিনি এই বিষয়ে উত্তর দিতে পারেননি। তবে ভোট মিটেছে বহুদিন। এদিন রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে বিচারপতি বলেন ,“৭ মে থেকে অনেকদিন অতিক্রান্ত। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দেওয়া হলে কোনও অজুহাত শোনা হবে না। এরপর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ”
আরও পড়ুন: হাতে মাত্র দু’ঘণ্টা! তুমুল ঝড়-বৃষ্টির শুরু ডোজ শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়
ক্ষুব্ধ আদালত জানিয়েছে, আইনজীবীরা চাইলে জামিন মামলা শুরু হতে পারে। রাজ্যের মুখ্যসচিবের অনুমোদনের জন্য ধৃত সরকারি কর্মীদের জামিন মামলা আর আটকে থাকবে না। হাইকোর্টের নির্দেশেম, আগামী ১১ জুলাই থেকে শুরু হবে জামিন মামলার শুনানি।