‘দুই সপ্তাহের মধ্যে..,’ রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে চিকিৎসক! এবার বিরাট নির্দেশ বিচারপতি ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের হাসপাতালগুলিতে ঘোর চিকিৎসক সঙ্কট। এই যুক্তি দেখিয়ে উচ্চতর শিক্ষার জন্য লিভ (Study Leave) দেওয়া হচ্ছেনা কোনও চিকিৎসককে। এবার এই নিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা। এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা উঠলে কেন চিকিৎসকদের (Doctor’s) উচ্চশিক্ষায় অনুমতি দেওয়া হচ্ছে না, তা নিয়ে দুই সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে তথ্য তলব করল হাইকোর্ট।

‘স্টাডি লিভ’ না দেওয়ায় রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে চিকিৎসক (Calcutta High Court)

উচ্চশিক্ষায় যেতে চাইলেও ছুটি মঞ্জুর করছে না রাজ্যের স্বাস্থ্য দফতর। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেব কোচবিহারের এমজেএন হাসপাতালে কর্মরত চিকিৎসক সিরাজুল ইসলাম। ২০১৬ সাল থেকে তিনি ওই পদে কাজ করছেন। চিকিৎসকের দাবি, স্বাস্থ্য দফতরের কাছে ‘স্টাডি লিভ’-এর জন্য আবেদন করা সত্ত্বেও রাজ্য সেই আবেদনে সাড়া দেয়নি।

   

আদালতে ওই চিকিৎসকের আইনজীবী জানান, স্বাস্থ্য দফতরের তরফে তার মক্কেলকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত মোট ৪৮৯ জন চিকিৎসককে ২০২৩-’২৪ অর্থবর্ষে উচ্চতর শিক্ষার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি দেওয়া হয়েছে। যার জেরে রাজ্যে বর্তমানে চিকিৎসক কম রয়েছে। এই অবস্থায় আরও বেশি চিকিৎসককে ছাড় দেওয়া হলে সঙ্কট আরও তীব্র হবে। তাই এখন আর কাউকে ‘এনওসি’ দেওয়া যাবে না। এর বিরোধীতা করেই হাই কোর্টে মামলা করেন সিরাজুল।

High Court

আরও পড়ুন: ১০০০, ২০০০ ভুলে যান! এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৬০০০ টাকা, বিরাট উদ্যোগ সরকারের

এদিন ওই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর প্রশ্ন, কেন এমবিবিএস চিকিৎসকদের ‘স্টাডি লিভ’ এনওসি দেওয়া হবে না? এই বিষয়ে অনুমতি দিতে রাজ্যের কী কী অসুবিধা রয়েছে, তা রিপোর্ট আকারে রাজ্যকে জানানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলার পরবর্তী শুনানি রয়েছে দু’সপ্তাহ পর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর