বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া এবং কলকাতা পুলিশের (Kolkata Police) থেকে এবার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই রিপোর্ট চাওয়া হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা ও হাওড়া পুলিশের ওয়েবসাইট নিয়ে রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত। সংশ্লিষ্ট দুই কমিশনারেটের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের পর তা আপলোড করায় গড়িমসি করার অভিযোগ আনা হয়েছে।
জনস্বার্থ মামলা হতেই রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)!
জানা যাচ্ছে, নিয়ম অনুযায়ী থানায় একটি এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেটি ওয়েবসাইটে আপলোড হওয়ার কথা। তবে এক্ষেত্রে কলকাতা ও হাওড়া কমিশনারেট গাফিলতি করে বলে অভিযোগ। সেই নিয়েই উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এবার তার প্রেক্ষিতেই রিপোর্ট চাওয়া হল।
ওয়েবসাইটে এফআইআর আপলোড হওয়ার ক্ষেত্রে হাওড়া কমিশনারেটের (Howrah Police Commissionerate) অবস্থা অত্যন্ত খারাপ বলে অভিযোগ। ২৪ ঘণ্টার মধ্যে তো দূর, দীর্ঘদিন পেরিয়ে গেলেও নির্দিষ্ট ওয়েবসাইটে তারা এফআইআর আপলোড করে না। হাওড়ার পাশাপাশি কলকাতা কমিশনারেটেও একই অবস্থা বলে অভিযোগ।
আরও পড়ুনঃ কথা-গীতা অতীত! মুখ থুবড়ে পড়ল ফুলকিও! নতুন বেঙ্গল টপারের নাম দেখলে বিশ্বাস হবে না!
এই নিয়ে মামলাকারী কার্তিক মিশ্র বিগত ৪ বছরে নানান ফোরামে মামলা করেছেন। শেষমেশ জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। জানা যাচ্ছে, কলকাতা এফআইআর আপলোড করার ক্ষেত্রে ভালো হলেও, ব্যবহারকারীদের বহু প্রশ্নের জবাব দিয়ে মূল পেজে আসতে হয়। যে কারণে তাঁদের অসুবিধা হয়।
অন্যান্য রাজ্য, সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরণের কোনও সমস্যা নেই। এমনকি পশ্চিমবঙ্গের বাকি কোনও জেলাতেই এই রকম সমস্যা নেই। শুধুমাত্র কলকাতা ও হাওড়া কমিশনারেটে এই সমস্যা চলছে বলে অভিযোগ। হাওড়া পুলিশ আদালতে রিপোর্ট দিয়ে অবশ্য দাবি করেছে, এই অভিযোগে সত্যতা নেই। তারা ওয়েবসাইটে সব আপলোড করেছে। কলকাতা পুলিশের তরফ থেকেও একই দাবি করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে দুই পুলিশ কমিশনারেটের কাছ থেকেই রিপোর্ট চাওয়া হয়েছে।