বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের শুরুতেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি (Sandeshkhali)। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের (বর্তমানে বহিষ্কৃত) বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল গ্রামবাসী। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল, ভূরি ভূরি অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেখানকারই এক তৃণমূল (Trinamool Congress) নেতার নেতৃত্বে গণধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন এক বধূ। বুধবার সেই মামলাতেই বড় নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
রাজ্যের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)
সন্দেশখালির মাঝেরপাড়া নিবাসী নির্যাতিতা গত ১৫ মে থানায় এফআইআর দায়ের করে জানান, তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। মাথায় বন্দুক ধরে তাঁর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই বধূ। নির্যাতিতার অভিযোগ, তা সত্ত্বেও পুলিশের তরফ থেকে কোনও তৎপরতা দেখানো হয়নি। শেষমেষ ন্যায়বিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
সোমবার গণধর্ষণের এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হন সন্দেশখালির ওই বধূ। মামলা দায়েরের অনুমতি দেয় আদালত। জানা যাচ্ছে, এদিনের শুনানিতে পুলিশের কাছে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চান বিচারক জয় সেনগুপ্ত (Justice Joy Sengupta)। পাশাপাশি রাজ্যের থেকে রিপোর্ট চান তিনি।
আরও পড়ুনঃ বিয়ে করলেই লক্ষ্মীলাভ! মিলবে কড়কড়ে ২১,০০০ টাকা! শুধু মানতে হবে এই ‘শর্ত’
রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় জানান, ‘তদন্ত চলছে। শীঘ্রই চার্জশিট দেওয়া হবে। রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য সময় চায়’। আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। সেই সঙ্গেই নির্যাতিতার বাড়িতে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি রয়েছে।
সন্দেশখালির নির্যাতিতার বধূর অভিযোগ, সেখানকার একাধিক বধূ তৃণমূল কংগ্রেস নেতাদের লালসার শিকার। তাঁদের অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণে ন্যায়বিচারের আশায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। এবার এই মামলার শুনানিতেই রাজ্যের থেকে রিপোর্ট চাইল আদালত। সেই সঙ্গেই নির্যাতিতার বাড়িতে পুলিশি নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে।