RG Kar প্রসঙ্গ উঠতেই রাজ্যের জবাব তলব করল হাইকোর্ট! ডেডলাইন ৪ সপ্তাহ

বাংলা হান্ট ডেস্কঃ দু’বছর আগের এক খুন ও মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার একটি ঘটনা প্রসঙ্গে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) উঠল আরজিকর কান্ডের সন্দীপ ঘোষের প্রসঙ্গ। একই ঘটনার সাথে সংযুক্ত দুটি মামলায় একই তদন্তকারী সংস্থাকে কেন দায়িত্ব দেওয়া হবে না? এই প্রশ্ন তুলে রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট।

RG Kar প্রসঙ্গ তুলে জবাব চাইল হাইকোর্ট (Calcutta High Court)

প্রসঙ্গত এই একই যুক্তিতে গত বছরের আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের সাথে ঘটে যাওয়া নির্মম ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআইকে তদন্তভার দিয়েছিল আদালত। তারপর আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার যায় সিবিআই-এর কাছে। একইভাবে দু’বছর আগের ওই খুন ও মিথ্যে মামলায় ফাঁসি দেওয়ার ঘটনায় কেন হবে না? এবার তার উত্তর চাইছে আদালত (Calcutta High Court) ।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাকারী নদিয়ার বাসিন্দা মঞ্জুরা বিবির অভিযোগ তাঁর ভাসুরকে না পেয়ে স্বামী শওকত মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। পরের দিন সকালে পার্শ্ববর্তী একটি বাঁশ বাগান থেকে শওকত মন্ডল নামে ঐ ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঞ্জুরা বিবি। নদীয়ার করিমপুরের মরুটিয়া থানার এই ঘটনায় এফ আই আর দায়ের করে আগেই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: BJP-র আয়ু নির্ধারণ করলেন মমতা! ‘প্যাক-ফ্যাক মানি না’ বলেও I-PAC নিয়ে স্পষ্ট করলেন অবস্থান

কাকতালীয়কভাবে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত যখন ওই নির্দেশ দিচ্ছিলেন,সেই একইদিনে মামলাকারীর ভাসুরের স্ত্রীকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। জানা যায়, পরে অন্য একটি খুনের মামলায় ওই মহিলাকে অভিযুক্ত করা হয়। এরপর ওই মহিলা বাধ্য হয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। তখন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ওই মহিলার জামিনের আবেদন মঞ্জুর করে দেন। এছাড়া মিথ্যা মামলার অভিযোগে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়।

একই ঘটনার সূত্রে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তাই মামলাকারী মঞ্জুরা বিবি পুলিশি হেফাজতে তাঁর স্বামীর মৃত্যুর মামলাতেও সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়। আদালতে মামলাকারীর আইনজীবী নীলাদ্রী শেখর ঘোষ ও আইনজীবী দেবর্ষি ব্রহ্ম দাবি করেন, পুলিশি হেফাজতে এই মৃত্যুর ঘটনাতেও যেন সিবিআই তদেন্তের নির্দেশ দেওয়া হয়।

Calcutta High Court

রাজ্যের তরফে তখন মামলাকারীর এই আবেদনের বিরোধিতা করে জানানো হয়, এটি হেফাজতে মৃত্যুর ঘটনাই নয়। তখনই জাস্টিস ঘোষের কথায় উঠে আসে আরজি কর কাণ্ডের সন্দীপ ঘোষ প্রসঙ্গ। বিচারপতি ঘোষ এদিন বলেন, ‘আরজি করের খুন ও ধর্ষণ কাণ্ড সিবিআই পাওয়ায় তাদের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বও সিবিআইকেই দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে কেন তেমনটা হবে না?’ এরপর সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয় আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এই প্রশ্নের জবাব দিতে হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর