অনির্দিষ্টকালের জন্য শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ! হাইকোর্টের নির্দেশে তোলপাড়   

বাংলা হান্ট ডেস্কঃ আইনি জটিলতায় থমকে রয়েছে রাজ্যের একের পর এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যার ফলে রাজ্যজুড়ে সরকারি স্কুল গুলিতে শিক্ষকদের বিরাট অভাব তৈরি হয়েছে। অন্যদিকে চাকরির অভাবে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। বঞ্চিত হচ্ছেন যোগ্য চাকরির প্রার্থীরাও। এরই মাঝে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্থগিত হয়ে গেল রাজ্যের আরও এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। জানা যাচ্ছে, এবার দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল মাদ্রাসার স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

 হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

আদালত সূত্রে খবর এবার মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগে অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২০২৩ সালের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে অনির্দিষ্ট কালের জন্য স্থগিতদেশ জারি করে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া ফলপ্রকাশ করা যাবে না।

প্রসঙ্গত, ২ বছর আগে অর্থাৎ ২০২৩ সালে মাদ্রাসা স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু আদালতে মামলাকারীর অভিযোগ,বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন করার যে তারিখ উল্লেখ করা হয়েছিল, নিয়ম না মেনে তারপরেও নাকি প্রশিক্ষণ প্রাপ্তরা নিয়োগে অংশগ্রহণ করেছেন। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে আদালতে (Calcutta High Court) মামলা করা হয়।

আরও পড়ুন: BJP-র রাজ্য সভাপতি কেমন চাই? জবাবে দিলীপ বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়…’

প্রশিক্ষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার জন্য সেই নিয়োগের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে কয়েকজন চাকরিপ্রার্থী মামলা দায়ের করেন হাইকোর্টে। মাদ্রাসা কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিযোগ করা হয়, পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ করা হয়েছে। হাইকোর্টে এই মামলা উঠতেই অনির্দিষ্টকালের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন বিচারক। জানা যাচ্ছে, আগামী ১ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সূত্রের খবর, রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় বেশ কিছু দিন ধরেই নিয়োগ আটকে রয়েছে। এসবের মধ্যেই হাইকোর্টের এই নির্দেশ চাপে ফেলেছে চাকরিপ্রার্থীদের।

Calcutta High Court changes rule of bail case hearing

জানা যাচ্ছে, ২০২৩ সালে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। এরপর চলতি বছরের সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি)-এর মাধ্যমে সম্ভাব্য ১৭২৯টি শূন্যপদে সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নিয়ম অনুযায়ী এই সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য ৯০ নম্বরের মেন পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর মোট ১০০ নম্বরের ভিত্তিতেই  মেধাতালিকা প্রস্তত করে শিক্ষক নিয়োগ করা হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর