বিচারপতির নাম ভাঙিয়ে আইনজীবীর কাছ থেকে টাকা তুলছেন পুলিশকর্মী! বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নাম করে টাকা নেওয়ায় অভিযোগ। কাঠগড়ায় ট্র্যাফিক গার্ড (Traffic Guard)। অভিযোগ, হাই কোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডার কাছে ১০০০ টাকা দাবি করেন পলাশ দাস নামের এক ট্র্যাফিক গার্ড। টাকা দিতে অস্বীকার করায় বিচারপতির সঙ্গে তার পরিচয়ের কথাও জানান। বৃহস্পতিবার আদালতে এই ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

অভিযোগ, গত মঙ্গলবার দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়ার সময় আইনজীবীর কাছে এক হাজার টাকা দাবি করেন ওই অভিযুক্ত ট্র্যাফিক গার্ড। আইনজীবী টাকা দিতে অস্বীকার করলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়ারও হুমকি দেন। মামলার উদাহরণ দেখিয়ে ওই আইনজীবী ট্র্যাফিক গার্ডকে বোঝান এভাবে টাকা নেওয়া অনুচিত।

এরপর সেসব কথার তোয়াক্কা না করে পাল্টা ওই পুলিশকর্মী বলেন, কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের সঙ্গে একসময় তিনি কাজ করেছেন। তাই তাকে আইন শেখানোর দরকার নেই। আইন তার ভাল করেই জানা আছে। আদালতে আইনজীবীর অভিযোগ, বচসার পর ওই পুলিশকর্মী তার লাইসেন্সও কেড়ে নেন।

আদালতে শুভ্রাংশু আরও জানান, এর আগেও বিচারপতি সমাদ্দারের নাম করে অন্য এক আইনজীবীর কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন ওই ট্র্যাফিক গার্ড। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাদ্দার বর্তমানে সিকিম হাই কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

high court

আরও পড়ুন: ‘পৈতৃক সম্পত্তি নাকি’! স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সন্দেশখালির রেখাকে ‘খোঁটা’, তৃণমূলকে ধুয়ে দিলেন শুভেন্দু!

বৃহস্পতিবার এই অভিযোগ শুনে চরম ক্ষুব্ধ হন বিচারপতি অমৃতা সিনহা। অভিযুক্ত ওই ট্র্যাফিক পুলিশকে হাই কোর্টে সশরীরে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির নির্দেশ, আগামী ২ এপ্রিল আদালতে এসে হাজিরা দিতে হবে ট্র্যাফিক গার্ড পলাশ দাসকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর