বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার এই মামলায় রাজ্যকে ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ।
আদালতের নির্দেশ, আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে, ওই দিনই কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে। পাশাপাশি আজকের মধ্যেই শুভেন্দুর মৃত দেহরক্ষীর স্ত্রীর হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
২০১৮ সালের ১৩ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। সেই ঘটনার পর দিনই তাঁর মৃত্যু হয়। এরপর বেশ কিছুদিন রাজনৈতিক তরজা চলেও পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়। উল্লেখ্য, সেই সময় তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী।
ওই ঘটনার প্রায় তিন বছর পরে ২০২১ সালে শুভব্রতর স্ত্রী সুপর্ণা স্বামীর মৃত্যুর তদন্তের দাবি জানিয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাতে নাম জড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: মমতার সঙ্গে বৈঠক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির! কী হতে চলেছে? তুঙ্গে জল্পনা
আদালতে শুভেন্দুর আর্জি ছিল, এই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক নয়তো মামলা খারিজ করা হোক। বিরোধী দলনেতার অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এত তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে। সেই মামলার শুনানিতেই এদিন দেহরক্ষীর মৃত্যুর কারণ জানতে চেয়ে রাজ্যের কাছে ময়নাতদন্তের রিপোর্ট চাইল হাইকোর্ট।