বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ থেকে শুরু করে বর্তমানে ২৩! এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও লাগাম পড়েনি নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের দিনের পর দিন বেড়েই চলেছে। আর এবার এই সংক্রান্ত এক মামলাতে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানকে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)।
শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার ক্লার্ক পদে নিয়োগ নিয়েও অস্বস্তির মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অভিযোগ, নিয়োগের পরীক্ষা হলেও প্যানেল প্রকাশ হয়নি। আর তাই দুই প্রার্থী চাকরি পাওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। হাইকোর্টে দায়ের হয় মামলা। এই মামলাতেই পূর্ব বর্ধমানের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানকে জরিমানার হুঁশিয়ারি দেন হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়।
মামলাকারীর আইনজীবী আদালতে জানান, ২০১৫ সালে বর্ধমান লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষা দেন ওই দুই জন। চারজনের প্যানেলে তাদের ফলাফল জানতে না পেরে দুটি আরটিআই (RTI) করেন তারা। আরটিআই করে জানতে পারেন প্যানেলের প্রথমেই তাদের নাম ছিল। এরপরেই আদালতের দ্বারস্থ হন তারা।
আরও পড়ুন: ‘দালাল গাঙ্গুলির’ পর সোজা ‘দেশের ফার্স্ট বয়’ বলে সম্বোধন বিচারপতিকে! হঠাৎ কি হল দেবাংশুর?
এরপরেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ হয় আদালত। বিচারপতির কড়া নির্দেশ, কেন প্যানেল প্রকাশ হয়নি হয়নি তা হলফনামায় জানাতে হবে। পাশাপাশি, বিচারপতির মন্তব্য,হলফনামায় আদালত সন্তষ্ট না হলে, দুই মামলাকারীকে পাঁচ লক্ষ করে জরিমানাও করা হবে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৭ জেলায় আবহাওয়া বদলের বড় ইঙ্গিত! চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব: আবহাওয়ার খবর
পাশাপাশি টাকা না দিলে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হবে। এদিন চেয়ারম্যানের সম্পত্তির পরিমাণও হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৪ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।