ফাঁসির নির্দেশে স্থগিতাদেশ! ‘এই’ ধর্ষণ খুনের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুনের আবহেই রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল আরেকটি ঘটনা। জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার (Jaynagar Incident) পর গর্জে উঠেছিল বাংলা। আগেই এই মামলায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সম্প্রতি জানা যায়, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন সেই মুস্তাকিন। এবার জানা গেল, সেই মামলা গ্রহণ করেছে উচ্চ আদালত।

নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)!

জয়নগর কাণ্ডে মুস্তাকিনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এদিন হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়।

এই প্রসঙ্গে মুস্তাকিনের আইনজীবী জানান, সব কাগজপত্র দেখার পর মামলা গ্রহণ করেছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের (Justice Debangshu Basak) ডিভিশন বেঞ্চ। তিনি বলেন, ‘নিম্ন আদালত যে শাস্তি শুনিয়েছিল, সেটা পুনর্বিবেচনা করবে আদালত। সেই রায় আপাতত স্থগিত রইল। সেই সঙ্গেই ৫০,০০০ টাকার যে জরিমানা করা হয়েছিল, সেই নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে’।

আরও পড়ুনঃ ‘সঞ্জয়ের ফাঁসি চাই না’! হাইকোর্টে জানিয়ে দিল নির্যাতিতার পরিবার! আরজি কর কাণ্ডে বড় খবর

উল্লেখ্য, গত বছর ৪ অক্টোবর বারুইপুর পুলিশের জেলার জয়নগর (Jaynagar Case) থানার মহিষমারি অঞ্চলে ১০ বছরের এক নাবালিকার মৃত্যু ঘটেছিল। অভিযোগ ওঠে, নাবালিকার প্রতিবেশী মুস্তাকিন সর্দার (১৯) তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করে গলা টিপে খুন করে। পরেই দিনই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ৭ অক্টোবর থেকে সিট গঠন করে শুরু হয় তদন্ত।

Jaynagar incident culprit goes to Calcutta High Court now

অক্টোবর মাস শেষ হওয়ার আগেই নাবালিকা ধর্ষণ খুনের এই ঘটনায় চার্জশিট জমা পড়েছিল। ৫ নভেম্বর থেকে শুরু হয় বিচারপ্রক্রিয়া। মাসখানেক পর দোষীর সাজা ঘোষণা করে আদালত। বারুইপুর জেলা ও দায়রা আদালতের অধীন পকসো আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুব্রত চট্টোপাধ্যায় মুস্তাকিনের ফাঁসির নির্দেশ দেন। সম্প্রতি সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি। এবার সেই মামলা গ্রহণ করার পাশাপাশি নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিল উচ্চ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর