রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট! হলফনামা সমেত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ গত ৮ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের তমলুক-ঘাটাল সমবায় ব্যাংকে নির্বাচন ছিল। ওই নির্বাচনের চলাকালীন সময়ে ওঠে বোমাবাজির অভিযোগ। ওই ঘটনায় একজন জখম হয়েছিল বলে অভিযোগ করা হয়। সমবায় সমিতির এক সদস্য এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন।

রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি চলছে। বোমাবাজির ঘটনার প্রেক্ষিতে জাস্টিস ঘোষ রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিলেন।  বৃহস্পতিবারই ওই রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তা সময় মত রিপোর্ট জমা করেনি রাজ্য। আর এতেই রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

প্রসঙ্গত এই বোমাবাজি সংক্রান্ত মামলা জাস্টিস ঘোষের এজলাসে চললেও শুক্রবার তাঁর এজলাস না বসায় এই মামলা শোনা হয় বিচারপতির জয় সেনগুপ্তের এজলাসে। এই মামলার পূর্ববর্তী শুনানির নির্দেশ অনুযায়ী রাজ্যের কাছে রিপোর্ট দেখতে চান বিচারপতি সেনগুপ্ত। কিন্তু এদিন সেই রিপোর্ট জমা দিতে পারিনি রাজ্য।

আরও পড়ুন: একলাফে বাড়বে DA! কত শতাংশ? অষ্টম বেতন কমিশন নিয়েও বড় আপডেট

সময়মতো রিপোর্ট জমা না দেওয়ায় রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সেনগুপ্ত। আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে ওই রিপোর্ট হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে (Calcutta High Court)।

Calcutta High Court angry over Purba Medinipur District Magistrate

রাজ্যের আইনজীবী এ প্রসঙ্গে এদিন জানিয়েছেন ওই ঘটনার দিন বোমার সাপ্লিমেন্টারে কেউ জখম হননি।যদিও রাজ্যের এই দাবিতে আপত্তি জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। নির্বাচনের ওই বোমাবাজির ঘটনার পর জেলা পুলিশের তরফে একটি স্বতঃ প্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী। যদিও মামলাকারীর আইনজীবীর অভিযোগ এই মামলায় পুলিশ বিস্ফোরক আইনের যথাযথ ধারা যুক্ত করেননি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর