নিয়োগ দুর্নীতির মাঝেই চাকরি ফিরে পেলেন ৮ শিক্ষক! নজিরবিহীন রায় হাইকোর্টের, আশায় বহু

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের। দুর্নীতির অভিযোগে একের পর মামলা আর যার জেরে চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ। কোথাও বা আদালতের সাময়িক স্থগিতাদেশে সুতোর উপর ঝুলছে চাকরি। তবে এত সব খারাপের মাঝে এবার আদালতের (Calcutta High Court) নির্দেশেই চাকরি ফিরে পাচ্ছেন ৮ জন।

গত দু’বছর ধরে কলকাতা হাইকোর্টের রায়ের বহু নিয়োগ বাতিল হয়েছে। আর সেই সেই উচ্চ আদালতের নির্দেশেই প্রাথমিকে চাকরি ফিরে পাচ্ছেন ৮ জন! এই আট জনই স্পেশাল বি.এড ডিগ্রিধারী। আর আদালতের নির্দেশে এই চাকরি ফেরার ঘটনার পর এবার তাদের অনেকের মনেই চাকরি ফিরে পাওয়া নিয়ে ফের আশা জাগছে।

এর আগে জন আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে এই আট জন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকার নিয়োগ বাতিল হয়েছিল ২০২১ সালে। ২০১৪ টেট পাশ করে স্পেশাল বি.এড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসি-র অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় এদের। তবে তার কিছু মাসের মধ্যেই প্রাইমারী বোর্ড যোগদানপত্র বাতিল করার নির্দেশ দেয়।

বলা হয়েছিল, স্পেশাল বি.এড ডিগ্রি প্রাথমিক শিক্ষাতে মান্যতা দেওয়া হবে না। তবে স্পেশ্যাল বি.এড এবং বি.এড জেনারেল ডিগ্রি সমতুল্য, এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিহীন শিক্ষক-শিক্ষিকারা। দায়ের হয় মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা উঠলে অবশেষে হয় সুরাহা।

Calcutta High Court cancels recruitment of a Group D staff in a school in Jhargram

আরও পড়ুন: ফুচকাতেও ক্যানসারের বিষ? বাঙালির ‘ইমোশন’ নিয়ে ভয়ানক তথ্য দিল খাদ্য সুরক্ষা দফতর

দীর্ঘ শুনানি হয় বিচারপতি মান্থার একক বেঞ্চে। গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মাবলী ও বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে এবং কেন্দ্রীয় আইনের বিশ্লেষণের পর বোর্ডের নির্দেশে ডি পিএসসি-র দ্বারা খারিজ নিয়োগ নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত কিছু বিবেচনা করে ওই ৮ চাকরিহারাকে পুনরায় কাজে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর