বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন থেকে জেলবন্দি কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাকে আর কত দিন জেলে থাকতে হবে? এবার এই নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। সিবিআই এর কাছে এই নিয়ে জবাব তলব করেছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রায় এক বছর তিন মাস থেকে জেলে রয়েছেন তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। দীর্ঘ এই সময়ের মধ্যে বারংবার জামিনের আর্জি জানান কুন্তল। ওদিকে প্রতিবারই তার বিরোধতা করে কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার কুন্তলের জামিন মামলার শুনানিতেই বিচারপতির প্রশ্নের মুখে পড়ে সিবিআই।
এদিন আদালতে সিবিআই এর আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতিতে চার কোটি টাকা তোলা হয়। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়েছে। ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ইন্টারভিউ নেওয়া হয়েছিল প্রাইমারি স্কুল কাউন্সিলের কসবার অফিসে। তবে কারা নিয়েছিলেন, তা স্পষ্ট নয়। শুধু কুন্তলই নন, এছাড়াও ধৃত নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডলও যুক্ত ছিলেন। এই কথাও জানানো হয়েছে আদালতে।
বিচারপতি বলেন, যা অপরাধ তাতে বড়জোর দশ বছর কারাদণ্ড হবে। এক বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। এদের আর কতদিন জেলে থাকতে হবে? কুন্তল ছাড়া পেলে প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করে সিবিআই। যদিও বিচারপতি পাল্টা বলেন, আদালত এই মামলার স্টেটাস জানতে চায়। সিবিআই কে বিচারপতির প্রশ্ন, যাদের কাছ থেকে কুন্তল টাকা নিয়েছেন এমন কত জনকে এখনও শনাক্ত করা হয়েছে?
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি অতীত! স্কলারশিপের টাকাও চুরি করেছে তৃণমূল! শুভেন্দুর দাবিতে শোরগোল
সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি কত জনের সম্পূর্ণ বেআইনি নিয়োগ হয়েছে, তা-ও জানতে চেয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।