গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে? প্রায় ৪৫ বছর পর APDR স্টল না পাওয়ায় গুরুত্বপূর্ণ মন্তব্য হাইকোর্টের 

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শেষ হয়ে গেল কলকাতা বইমেলা। বইপ্রেমীদের কাছে এই মেলা কোনো উৎসবের থেকে কম নয়। গত ২৮ জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হয়েছিল,শেষ হয়েছে গত ৯ ফেব্রুয়ারি। কিন্তু মেলা শেষ হয়ে গেলেও এখনও কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নিষ্পত্তি হল না গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (APDR) মামলার।

বইমেলায় স্টল পায়নি APDR, এবার মামলা শুনবে হাইকোর্ট (Calcutta High Court)

বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, বইমেলায় এপিডিআরের স্টল না পাওয়ায় গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে কি না, এবার তা শুনবে হাইকোর্ট। জানা যাচ্ছে তিন সপ্তাহ পর এই কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

প্রত্যেক বছর বইমেলায় স্টল দেয় এপিডিআর। তবে এই বছরটা ছিল ব্যতিক্রমী। জানা যাচ্ছে, দীর্ঘ ৪০-৪৫ বছর পর এবার বইমেলায় স্টল দিতে পারেনি এপিডিআর। বইমেলায় স্টল দেওয়া নিয়ে গিল্ড এপিডিআরের আবেদন খারিজ করার পরেই তারা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল। স্টল বসাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ছিল মানবাধিকার সংগঠনটির।

আরও পড়ুন: সরকারি কর্মীদের মাথায় হাত? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর

আদালতে মামলা চলাকালীন জাস্টিস অমৃতা সিনহার এজলাসে গিল্ডের তরফে পাল্টা জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ক্যাটালগ জমা দিতে পারেনি এপিডিআর। এই কারণেই এবছর তারা স্টল দেওয়ার অনুমতি পাননি। একইসাথে জানানো হয়, এই নথিগুলি থাকলেই সাধারণত বইমেলায় স্টল বসানোর অনুমতি পাওয়া যাবে। এরপর গিল্ডের বক্তব্য মেনে নিয়ে এপিডিআর জানায়, তাদের কোনও লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। তারপরেই সরাসরি এপিডিআরের আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সিনহা।

Calcutta High Court

শেষ পর্যন্ত মামলার নিস্পত্তি করতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এপিডিআর। ওই মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, যেহেতু মেলা শেষ হয়ে গেছে তাই আপাতত কিছু করার নেই। তবে একইসাথে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মেলা শেষ হয়ে যাওয়ায় APDR-কে স্টল না দেওয়ার মামলায় কোনও তাড়াহুড়ো নেই। তবে তারা মেলায় স্টল না দিতে না পারায় গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে কি না এবার তা শুনবে আদালত।

এপ্রসঙ্গে এদিন  গিল্ডের আইনজীবী বলেছেন, ‘গিল্ডের নিজস্ব আইন আছে। এখানে রাজ্যের কিছু করার নেই।’ এমনকি তিনি জানিয়েছেন প্রতিবছর এই রুল পরিবর্তন হতে পারে। অন্যদিকে এপিডিআরের আইনজীবী ঝুমা সেন জানিয়েছেন, দীর্ঘ চার দশকের উপর এপিডিআর প্রতিবছর বইমেলায় স্টল দিচ্ছে। কিন্তু এবার রেজিস্টার্ড সংগঠন নয় বলে এপিডিআর-কে স্টল না দেওয়ায় প্রশ্ন উঠছে গণতান্ত্রিক অধিকার নিয়ে। আজ আদালতে মামলা চলাকালীন গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্নের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর