‘যেভাবে হোক ধরার ব্যবস্থা করুন’, চরম হুঁশিয়ারি বিচারপতি সেনগুপ্তের! আদালতে হঠাৎ হল টা কি?

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন হয়েছে মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। প্রকাশিত হয়েছে ফলাফলও। বর্তমানে চলছে বোর্ড গঠন পক্রিয়া। আজই তার শেষ দিন। ১৬ অগস্ট বুধবারের মধ্যে পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল নবান্ন। তবে এই পক্রিয়াকে কেন্দ্র করেও উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জায়গা। সব ক্ষেত্রেই শাসকদলের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগে সরব বিরোধীরা। বোর্ড গঠনে বাধা থেকে শুরু করে বিরোধী প্রার্থীকে অপহরণ, একাধিক অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেস।

রাজ্য জুড়ে এসব একাধিক ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বুধবার ওই সংক্রান্ত এক মামলাতেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (High Court)। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বড় নির্দেশ দিয়েছে আদালত।

কি জানা যাচ্ছে? পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকের কুকরাহাটিতে বোর্ড গঠনের কথা ছিল গত ১০ অগস্ট। সংশ্লিষ্ট পঞ্চায়েতে এবারের ভোটে সংখ্যা গরিষ্ঠ হয় বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপির বোর্ড গঠন ঠেকাতে বোর্ড গঠনের দিন বিজেপির জয়ী সদস্য পলাশ প্রমানিককে অপহরণ করা হয়।

এখানেই শেষ নয়, বিজেপির আরও অভিযোগ বোর্ড গঠনের দিনই বিজেপির জয়ী অন্য সদস্যদের মারধর এবং শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। এই নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। এদিন এই মামলাতেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে তদন্তে সরাসরি নজরদারির নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

আরও পড়ুন: হঠাৎ রাজনীতি ছেড়ে সন্ন্যাস নেওয়ার ঘোষণা শুভেন্দুর! লোকসভার আগেই কি এমন হল…

বিচারপতির কড়া নির্দেশ, “যেভাবে হোক অভিযুক্তদের ধরার ব্যবস্থা করুন।” এদিন বিজেপির আইনজীবী আদালতে জানান দুষ্কৃতীরা এখনও খোলামেলা ভাবে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করেনি।” পাশাপাশি পরবর্তী বোর্ড গঠনের দিন বিজেপি সদস্য, প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তার জন্যও আর্জি জানান তিনি।

high court

আরও পড়ুন: ধূপগুড়িতে BJP-র প্রার্থী পুলওয়ামায় শহিদের স্ত্রী! সেই তাপসীর জীবন সংগ্রাম চোখে জল আনবে

এরপরই বিচারপতির হুঁশিয়ারি, ‘তদন্তের অগ্রগতি না হলে আগামী শুনানিতে কোর্ট পদক্ষেপ করবে।’ আগামী শুনানির দিন মামলায় তদন্তের অগ্রগতি রিপোর্ট ও কেস ডাইরি আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২২ অগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর