অভিষেকের এক ফোনেই হল কাজ! নড়েচড়ে বসল পুরসভা, সমস্যা সমাধানে শুরু অ্যাকশন

বাংলা হান্ট ডেস্কঃ খাটাল সমস্যায় (Khatal Problem) জেরবার পুরসভা (Kolkata Municipal Corporation)। একদিকে খাটালের গোবরে নর্দমা বুজে যাচ্ছে। যার জেরে নিকাশি সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে এসব পরিষ্কার করতে পুরসভার কোটি কোটি টাকা চলে যাচ্ছে। তাই এবার এই সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নেওয়া হল। এতদিন সমস্যা থাকলেও সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস থেকে ফোন যেতেই নড়েচড়ে বসলে পুরসভা। শুরু কড়াকড়ি।

সমস্যা সমাধানে শুরু অ্যাকশন

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবার শহরের খাটালগুলি থেকে গোবর সংগ্রহ করার দায়িত্ব নেবে পুরসভা। এরপর সংগৃহীত গোবর পুর এলাকার কোনও নির্দিষ্ট একটি জায়গায় জমা করা হবে। শীঘ্রই এই কাজ শুরু হয়ে যাবে বলে পুরসভা সূত্রে খবর। এই নিয়ে এবার কড়া নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে।

খাটাল সমস্যায় রাশ টানতে শুক্রবার খাটাল মালিকদের নিয়ে বৈঠকে বসেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। সেখানে বড় সিদ্ধান্ত নেওয়া হল। বৈঠক শেষে মেয়র পরিষদ জানান, “খাটালের গোবরে নর্দমা বুজে নিকাশি ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আর তা পরিষ্কার করতে পুরসভার কোটি কোটি টাকা নষ্ঠও হচ্ছে। তাই এবার থেকে আর যাতে নর্দমায় গোবর না ফেলা হয় সেই বিষয়ে খাটাল মালিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।”

খাটাল সমস্যা ঠেকাতে এই পদক্ষেপের ফলে একদিকে যেমন শহরের নিকাশি সমস্যার সমাধান বেশ কিছুটা সমাধান হবে তেমনই দুর্গন্ধর হাত থেকেও রেহাই পাবেন খাটাল সংলগ্ন এলাকার মানুষজন। আবার সংগৃহীত গোবর বিভিন্ন নার্সারিতে বিক্রি করে পুরসভার (Kolkata Municipal Corporation) আয়ও হবে। যদিও শহরের খাটালগুলি থেকে গোবর সংগ্রহ করার জন্য যাবতীয় পরিবহন খরচ বহন করতে হবে খাটাল মালিকদেরই।

kolkata municipal corporation kmc

আরও পড়ুন: রাজ্যে পেট্রোল, ডিজেলে মারাত্মক কারচুপি! হাই কোর্টে মামলা উঠতেই বিরাট নির্দেশ ক্ষুব্ধ বিচারপতির

শহরকে খাটালমুক্ত করার জন্য ২০১৫ সালেই জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে মহেশতলা, গার্ডেনরিচ-সহ একাধিক এলাকা মিলিয়ে বর্তমানে শহরে মোট ৪৪টি খাটাল রয়েছে বলে পুরসভা সূত্রে খবর। সম্প্রতি খাটাল সমস্যা নিয়ে একাধিক অভিযোগ জানাচ্ছিলেন মহেশতলা এলাকার স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, মহেশতলা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত। অভিযোগ পাওয়া মাত্রই তার সত্যতা খতিয়ে দেখতে ময়দানে নামে অভিষেকের টিম। এরপরই খোঁজখবর করে সম্প্রতি পুরসভাকে (Kolkata Municipal Corporation) পদক্ষেপ নেওয়ার জন্য ফোন যায় অভিষেকের অফিস তরফে। তারপরই বৈঠক করে কড়া সিদ্ধান্ত নিল পুরসভা। এরপর থেকে পুরসভার নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানাও করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে খাটালমালিকদের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর