অভিযোগের চাপে বিরক্ত পুরসভা! এবার বড় পদক্ষেপ, জারি হল কড়া বিজ্ঞপ্তি

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : শহর জুড়ে একাধিক জায়গায় বেআইনি নির্মাণের ঠেলায় ব্যতিব্যস্ত পুরসভা। মাস খানেক বিভিন্ন জায়গায় হেলে পড়া বহুতলের খবরে মাথায় হাত পড়ার জোগাড় হয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Calcutta Municipal Corporation)। বেআইনি সব নির্মাণ ভেঙে ফেলা নিয়ে পুরসভা নির্দেশ দিলেও সেখানে রয়ে যাচ্ছিল বড়সড় ফাঁক। এতদিন শুধু সিলিংয়ের অংশে বড় গর্ত করে কাজ সারা হচ্ছিল। কিন্তু তাতে রয়ে যাচ্ছিল বড়সড় গলদ । উপর্যুপরি অভিযোগ পেয়ে এবার নড়েচড়ে বসল পুরসভা। আর গর্ত নয়, গোটা নির্মাণটাই ভেঙে গুড়িয়ে দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের (Calcutta Municipal Corporation) তরফে।

বেআইনি নির্মাণ নিয়ে বড় ঘোষণা কলকাতা পুরসভার (Calcutta Municipal Corporation)

এতদিন ধরে বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে পুরসভার (Calcutta Municipal Corporation) ডেমোলিশন স্কোয়াডের কর্মীরা সিলিংয়ের অংশে বড় গর্ত করে চলে যেতেন। বেআইনি নির্মাণে যতগুলি তল থাকত, ততগুলি তলের সিলিংয়েই বড় বড় গর্ত করে দেওয়া হত। কিন্তু এবার থেকে আর এমন দায় সারা কাজে চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পুরসভার থেকে। সম্পূর্ণ নির্মাণ ভেঙে তবেই কাজ সারা হবে কর্মীদের।

Calcutta municipal corporation took big step in this

জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তি: আসলে সম্প্রতি কয়েকটি ঘটনায় দেখা গিয়েছে, পুরসভার (Calcutta Municipal Corporation) কর্মীরা সিলিংয়ে গর্ত করে দিয়ে আসার পর সেখানে ভরাট করে কোনো রকমে কাজ চালানোর মতো করে আবারও গজিয়ে উঠছে বেআইনি নির্মাণ। এ নিয়ে বেশ কিছু অভিযোগ ‘টক টু মেয়র’এ জমা পড়ে বলে খবর সূত্রের। গোটা বিষয়টাতে বড়সড় ফাঁক থেকে যাচ্ছে বুঝে কমিশনারকে হস্তক্ষেপের নির্দেশ দেন মেয়র ফিরফাদ হাকিম। তারপরেই একটু বিজ্ঞপ্তি জারি হয়েছে পুরসভার (Calcutta Municipal Corporation) কমিশনার ধবল জৈন।

আরো পড়ুন : চাকরিহারাদের ‘প্রক্সি’ দিতে অতিথি শিক্ষক, ১০০ দিনের কাজের কম বেতনেও চলছে শিক্ষকতা

কী বলা হয়েছে নতুন ঘোষণায়: এই বিজ্ঞপ্তিতে কলকাতা পুরসভা আইনের (১৯৮০) ৪০০ ধারার ৮ নম্বর উপধারায় বেআইন নির্মাণ ভাঙার বিষয়ে নতুন আইন জারি করে হয়েছে। এই মর্মে কিছু বিষয় নিয়ে বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। এবার থেকে বেআইনি নির্মিতের ক্ষেত্রে শুধুমাত্র সিলিংয়ে গর্ত করলে চলবে না। নির্মাণ ভাঙতে হবে সম্পূর্ণ ভাবে। যে স্তম্ভগুলির উপরূ ঢালাই রয়েছে সেগুলিও সম্পূর্ণ রূপে ভেঙে নির্মাণ স্থল থেকে সরিয়ে ফেলতে হবে। নির্মাণের জায়গায় লোহা এবং অন্যান্য কাঠামোতে সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে।

আরো পড়ুন : গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চার মাসের অন্তঃসত্ত্বার, ‘এই’ তৃণমূল বিধায়ককে কাঠগড়ায় তুললেন তরুণীর বাবা

ঢালাই করা সিলিং পুরোপুরি ভেঙে ফেলতে হবে। যদি ডেমোলিশন স্কোয়াডের কর্মীরা বুঝতে পারেন যে ভাঙার কাজ এক দুদিনে শেষ করা সম্ভব নয়। তাহলে পুরসভার (Calcutta Municipal Corporation) শীর্ষ কর্তৃত্বকে জানিয়ে দিতে হবে্ তারপর যতদিন খুশি কাজ করা যাবে। শুধু সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে কোনো সিনিয়র ফুড ভ্লগার তাঁদের ছবি শেয়ার করা যায়। পাশাপাশি এও বলা হয়েছে, যে নির্মাণ ভাঙার ব্যবস্থা, তার চারপাশে লোহা বা বাঁশের ব্যারিকেড দিতে হবে। যে কর্মীরা কাজ করবেন নির্মাণ ভেঙে ফেলার ক্ষেত্রে, তাদের প্রত্যেকের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নেতৃত্বাধীন আধিকারিককে দক্ষ হতে হবে এবং কাজ সম্পূর্ণ করার পরে আশপাশের বাড়ি এবং জনতার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X