দেশের সেরা তালিকায় দ্বিতীয়, কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসের (ARWU) প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২১ সালে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। স্মরণীয় মুহূর্তে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রতি বছরই এই সমীক্ষা করে থাকে অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (ARWU)। বিশ্বের অন্তত ১০০০ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইনস্টিটিউট নিয়ে সমীক্ষা করা হয়। আর এবার সেই সমীক্ষায় দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে, বিজ্ঞানের দিক থেকে এই তালিকার দ্বিতীয় স্থান ছিনিয়ে নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। মুকুটে যুক্ত করে নতুন এক পাখা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে ট্যুইট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘অ্যাকাডেমিক ব়্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিসের পক্ষ থেকে বাংলার সরকারকে জানানো হয়েছে, দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই সাফল্যের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মী এবং পড়ুয়াদের অনেক শুভেচ্ছা জানাই’।

বিশ্ববিদ্যালয়ের এই গর্বের মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমাদের অধ্যাপক এবং গবেষকদের নিরন্তর প্রয়াসের দ্বারাই এই সাফল্য লাভ হয়েছে’।

প্রসঙ্গত, এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (Indian Institute Of Science, Bengaluru)। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University) তৃতীয়, আইআইটি দিল্লি (IIT Delhi) রয়েছে চতুর্থ স্থানে এবং আইআইটি খড়গপুর (IIT Kharagpur) অধিকার করে নিয়েছে পঞ্চম স্থান। তবে বিশ্বের সেরা হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University)।

X