বাংলার মুখ উজ্জ্বল করলো কলকাতা বিশ্ববিদ্যালয়! টাইমস র‍্যাঙ্কিংয়ে ভারতে শীর্ষ স্থান দখল

বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতে এবং বিশ্বের দরবারে আবারও বাংলার নাম উজ্জ্বল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। ভারত সহ সমগ্র এশিয়ার মধ্যে এই কৃতিত্ব অর্জনের খবর সামনে আসতেই টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র‍্যাঙ্কিং-এর মাধ্যমে প্রত্যেক বছর গোটা ভারতের অন্তর্গত সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেকোনো একটি বিশ্ববিদ্যালয় সেরার তকমা পায় আর এ বছর তাদের প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য স্তরের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান অর্জন করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

স্বভাবতই, গোটা দেশের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান দখল করার খবর সামনে আসতেই খুশিতে ফেটে পড়ে গোটা রাজ্য এবং এদিন টুইট করে নিজের শুভেচ্ছা বার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা ভেবেই আমার প্রচন্ড আনন্দ হচ্ছে যে দেশের সকল কেন্দ্র এবং রাজ্য স্তরের প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান দখল করেছে। টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র‍্যাঙ্কিং-এর মাধ্যমে আমরা প্রথম স্থান অর্জন করেছি।”

এছাড়াও কিউএস এশিয়া ইউনিভার্সিটি দ্বারা প্রকাশিত তালিকাতেও দেশের সকল ইউনিভার্সিটির গুলির মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ফলে টাইমস এবং কিউএস উভয় তালিকাতেই বাংলার মুখ উজ্জ্বল করল তারা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অপর এক টুইট করে লেখেন, “Decent Work and Economic Growth নামক sub category তে কলকাতা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের মধ্যে 14 তম স্থান অর্জন করেছে। তাদের এই সাফল্যের জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সমস্ত ছাত্র-ছাত্রী, প্রফেসর এবং গবেষকদের আমার শুভেচ্ছা জানাই।”


Sayan Das

সম্পর্কিত খবর