রেসকোর্সে ৩৫ টি ঘোড়া রয়েছে কুণালের! ED-র দাবিতে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি কল সেন্টার প্রতারণা চক্রের (Call Center Fraud Case) কিংপিন কুণাল গুপ্তাকে (Kunal Gupta) গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তারপর থেকেই দুর্নীতির পর্দাফাঁস করতে চলছে টানা জিজ্ঞাসাবাদ। শুক্রবার আদালতে পেশ করা হয় কুণালকে। কোর্টে ইডি জানায় তদন্তে একেবারেই সহযোগিতা করছে না কুণাল।

প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন কুণাল। এর আগে এই একই মামলায় তাকে গ্রেফতার করেছে CDI ও রাজ্য পুলিশ। আগস্ট মাসের শেষে এই কুণালের অফিস ও তার সংস্থার প্রাক্তন কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। যেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে। কুণালের বিশাল পরিমাণ সম্পত্তির হদিস পায় তদন্তকারীরা। জানা যায় দুবাই সহ নানান দেশে তার একাধিক বাড়ি সম্পত্তি রয়েছে।

তদন্তকারীদের ধারণা, কুণালের মাথায় আরও বড় কোনও প্রভাবশালীর হাত রয়েছে, নয়তো এত বড় ফাঁদ পাতা সম্ভব ছিল না। মরিয়া হয়ে সেই প্রভাবশালীর খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড এই কুণাল।

আরও পড়ুন: দৈনিক খরচ করতে হবে ৬০ কোটি! কেন্দ্রের বরাদ্দের টাকা খরচা করতে হিমশিম খাচ্ছে নবান্ন

ইডি সূত্রে খবর, মূলত বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে তাদের কুণালের সংস্থার কর্মীরা ফোন করতেন। তারপর কথায় কথায় ব্যাঙ্ক ডিটেইল নিয়ে নিলেই হয়ে যেত কাজ। মুহূর্তে অ্যাকাউন্ট থেকে টাকা সাফ দিত তার সংস্থার কর্মীরা। এরপর তা ভারতীয় মুদ্রায় রূপান্তর করা হত।

kunal gupta

আরও পড়ুন: ‘মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা! ভিক্ষা নাকি?’ এবার মুখ খুললেন পর্ষদ সভাপতি, বললেন…

ব্রিটেনেও কুণালের নামে প্রতারণা মামলা দায়ের রয়েছে বলে আদালতে জানায় ইডি। প্রতারণার কালো টাকা একাধিক ব্যবসায় ঢেলেছেন কুণাল। রেসকোর্সেও কুণালের ৩৫ টি ঘোড়া রয়েছে বলে দাবি করেন তদন্তকারীরা। দুর্নীতির কালো টাকার একটা বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা ইডি অফিসারদের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর