গবাদি পশুর চিকিৎসার নাম করে ডেকে ডাক্তারকে জোর করে বিয়ে! অবাক কাণ্ড ‘ভিলেন পাত্রী”র

বাংলাহান্ট ডেস্ক : পাত্রীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছে ভিলেন। অন্তিম মুহুর্তে নায়ক পৌঁছে ভিলেন সহ সবাই বেদম পিটিয়ে উদ্ধার করে নায়িকাকে। হিন্দি সিনেমার দৌলতে এ দৃশ্য আমাদের দেখা। কিন্তু বাস্তবে ঘটে গেল এমনই এক জলজ্যন্ত দৃশ্য। জোর করে করা হল বিয়ে। কিন্তু ভিলেনকে পেটাতে দেখতে পাওয়া গেল না নায়ককে। কারণ এখানে নায়ক নিজেই অপহৃত। এবং ভিলেন তথা পাত্রীই জোর করে বিয়ে করলো পাত্রকে। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে।

পশু চিকিৎসক পাত্রকে অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠলো এক তরুণীর বিরুদ্ধে। সূত্রের খবর পশু চিকিৎসক সত্যম কুমার ঝাঁ এদিন হাসপাতাল থেকে একটি ফোন পেয়ে বেরোন। পথেই তাকে তুলে নিয়ে যায় একদল যুবক। নিয়ে গিয়েই মন্দিরে তাকে জোর করে বিয়ে করার অভিযোগ ওঠে তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে। ডাক্তার পাত্রের বাবার অভিযোগ করে বলেন, বাড়ির কাজ করার সময় তিনি হোয়াটসঅ্যাপ-এ একটি ভিডিও দেখতে পান। সেখানে দেখা যায় তার ছেলে বিয়ের সাজে মন্দিরে বসে রয়েছে। পাশেই বসে রয়েছে পাত্রীও। চারিদিক ঘিরে রয়েছে একদল যুবক। মঙ্গলবার সকালে পিধৌলি গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

সত্যমের এক আত্মীয় এক সাক্ষাৎকারে বলেন, ‘একটি ফোন পেয়েই তড়িঘড়ি গবাদি পশুর চিকিৎসা করাতে বেরিয়ে পড়েন সত্যম। মাঝ রাস্তা থেকেই তাকে অপহরণ করা হয়। তাকে জোর করে একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে মেয়ের বাড়ির লোক পুরোহিত নিয়ে হাজির ছিল। তাকে জোর করে বিয়ে করেন মেয়েটি।’

forced marriage 590x354 1

পুলিশ সত্যমের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেন, ‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যুবকের সঙ্গে মেয়েটির একটি প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাড়ির ভয়েই তিনি পালিয়ে মেয়েটিকে বিয়ে করেন। আমরা যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি।’

Sudipto

সম্পর্কিত খবর