সৌদি আরবের কাছে হেরে নকআউটে যেতে পারবে আর্জেন্টিনা? দেখে নিন কী বলছে পরিসংখ্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সৌদি আরবের কাছে হারের দুঃখ নিয়ে বসে থেকে সময় নষ্ট করতে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। নিজেদের পরবর্তী প্রতিপক্ষ মেক্সিকোর বিরুদ্ধে ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে মাঠে নামার জন্য দলকে প্রস্তুত করতেই ব্যস্ত হয়ে পড়তে চান তিনি। কিন্তু চাইলেও এই হারের কথা সহজে ভুলতে পারবেন না আর্জেন্টাইন কোচ। যদিও এখনও কিছুই শেষ হয়ে যায়নি।

নিজেদের পরের দুই ম্যাচে মেক্সিকো এবং পোল্যান্ডকে হারাতে পারলে গ্রুপের শীর্ষস্থানে থেকেই পরের রাউন্ডে যেতে পারে মেসিরা। সেক্ষেত্রে আজকের মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচটি ড্র হলে তাদের খুবই সুবিধা হবে। কিন্তু ব্রাজিল, ইতালির মতো প্রতিপক্ষদের হারিয়ে ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড তৈরি করা দলটি যে সৌদি আরবের মতো খাতায়-কলমে এমন একটা দুর্বল দলের বিরুদ্ধে হারবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ।

সৌদি আরবের জয়ের কারণ কি সেটা জিজ্ঞাসা করলেই অনেক আর্জেন্টাইন ভক্ত প্রথমেই বলবেন প্রথমার্ধে তাদের তিনটি বাতিল হওয়া অফসাইড গোলের কথা। ওই বাতিল গোল গুলির ক্ষেত্রে একটু যদি ধৈর্য দেখাতে পারতেন মেসি, লাউতারোরা তাহলে প্রথমার্ধেই খেলা শেষ করে দিতে পারতো নীল সাদা ব্রিগেড।

এখন আর কোনও কিছু হালকা ভাবেও নেওয়াও সম্ভব নয় তাদের পক্ষে। গ্রুপের বাকি দুটি দলকেই না হারাতে পারলে গ্রুপপর্ব থেকে বিদায়ের আশঙ্কা চলে আসছে। তার মধ্যে শনিবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো যারা প্রতিবারই বিশ্বকাপে মনে রাখার মত কিছু না কিছু পারফরম্যান্স করে যায়।

হারের পর আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নিজের প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “আরেকটা হজম করতে পারছি না। দ্বিতীয়ার্ধে মাত্র চার পাঁচ মিনিটের ব্যবধানে ওরা দুই গোল করে চলে গেছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হল ওই দুটো শট ছিল তাদের এই ম্যাচে টার্গেটে রাখতে পারা প্রথম দুটি শট। তো আমরা এই অবস্থা থেকে ফিরে আসবো এবং পরের দুটি ম্যাচ জিতবো। অবশ্যই আজকের ম্যাচটা হতাশা জনক কিন্তু আমাদের মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

পরিসংখ্যান বলছে এই প্রথমবার নয় এর আগেও পাঁচবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু তারপরও একবার ফাইনাল অবধি যেতে সক্ষম হয়েছিল তারা। এর আগে বিগত শতকে ১৯৩৪, ১৯৫৮, ১৯৭৪, ১৯৮২ এবং ১৯৯০ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছিল তাদের। ১৯৯০ সালে আর্জেন্টিনা প্রথম ম্যাচে ক্যামেরনের বিরুদ্ধে হারের পরও মারাদোনার নেতৃত্বে লড়াই করে ফাইনাল অবধি পৌঁছে জার্মানির কাছে হার মানতে বাধ্য হয়েছিল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর