IPL-য়ে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যরা থাকতে পারবেন কি? ফ্রাঞ্চাইজিগুলিকেই সিদ্ধান্ত নিতে বলছে বোর্ড।

বাংলাহান্ট ডেস্কঃ আইপিএল চলাকালীন ক্রিকেটারদের সাথে তাদের স্ত্রী, বান্ধবী কিংবা পরিবারের কেউ থাকতে পারবেন কিনা এই ব্যাপারে বিসিসিআই কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিয়েছে। বিসিসিআই এর তরফে ফ্র্যাঞ্চাইজি গুলিকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এমনই খবর প্রকাশ্যে এসেছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলবার জন্য উড়ে যাওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারের করোনা ভাইরাস পরীক্ষা হবে। সেই পারীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকতে হবে তবেই সেই ক্রিকেটার আমিরশাহীতে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও দু’সপ্তাহ আগে দুবাইতে গিয়ে প্রত্যেক ক্রিকেটারের আরো দুবার করে করোনা পরীক্ষা করা হবে। সেই সমস্ত পরীক্ষার ফল নেগেটিভ থাকতে হবে তবেই সেই ক্রিকেটার আইপিএল খেলার সুযোগ পাবেন। আর এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের স্ত্রী কিংবা পরিবারের লোকজন কি থাকতে পারবেন? এই ব্যাপার নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করতে চাইছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

105542943c07d59916b41673fc0f141308639a0eb2d6957434086c9a0e42f7e4500f22898 1

সাধারণত প্রতি বছর আইপিএলে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও থাকেন। তবে এবার পরিস্থিতি আলাদা। করোনা ভাইরাসের কারনে এবার সম্পূর্ণ বায়ো সিকিয়র পরিবেশে আইপিএল হবে। এই বায়ো সিকিয়র পরিবেশ থেকে কোন ক্রিকেটার বাইরে যেতে পারবেন না এবং বাইরে থেকে কেউ সেই পরিবেশের মধ্যে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বাইরের কেউ ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে পারবে না। সেই কারণে এবার আইপিএলে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারের লোকজন থাকতে পারবেন নাকি পারবেন না? সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর