বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) চোটের বিষয়ে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, জসপ্রীত বুমরাহের যদি কেবল পিঠের টান থাকে সেক্ষেত্রে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) পর্যন্ত ফিট থাকবেন। কিন্তু, তাঁর চোট আরও গুরুতর হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন না।
চোটের সম্মুখীন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah):
প্রসঙ্গত উল্লেখ্য যে, সিডনি টেস্ট ম্যাচে চোটের শিকার হয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সিডনিতে খেলা শেষ টেস্টের সময়ে বুমরাহের পিঠে সমস্যা হয়েছিল এবং ম্যাচের মাঝপথে তিনি স্ক্যানের জন্য হাসপাতালে যান। এদিকে, ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বুমরাহ বোলিং করেননি। যেটি থেকে স্পষ্টতই বোঝা যায় যে, তাঁর চোটের সমস্যা গুরুতর। পরে খবর আসে বুমরাহের পিঠে খিঁচুনির সমস্যা রয়েছে।
Bumrah went to hospital for scanning
Heavy workload on his body & our batters not even batting one full day to give him rest ♂️#INDvsAUS | #JaspritBumrah
— Abhi (@abhi_is_online) January 4, 2025
“ফ্র্যাকচারের কারণে দীর্ঘদিন বাইরে থাকতে পারেন বুমরাহ”: এমতাবস্থায়, এখন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সম্পর্কে খবর আসছে যে তাঁর চোট আরও গুরুতর হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা তাঁর পক্ষে কঠিন হতে পারে। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে ভারতের এক প্রাক্তন ফাস্ট বোলার যিনি একই রকম চোট পেয়েছিলেন, তিনি জানান, “টিম ম্যানেজমেন্ট যেমন বলেছে, যদি সেই রকম চোট হয় তবে বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিট করা উচিত। তবে, যদি এটি গ্রেড ১ স্ট্রেচ ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে বুমরাহ কিছু সময়ের জন্য বাইরে থাকতে পারেন এবং ভারতীয় ক্রিকেট দলের জন্য অনেক কিছু মিস করতে পারেন।”
আরও পড়ুন: ঘুরে গেল খেলা! আদানির বিরুদ্ধে অভিযোগকে ঘিরে আমেরিকার মধ্যেই শুরু বিতর্ক, স্বস্তিতে ধনকুবের
তিনি জানান, “পিঠের খিঁচুনি হল খেলোয়াড়ের জন্য একটি সংকেত যে আপনার এবার থামা উচিত নয়তো আপনি আরও গুরুতরভাবে আহত হতে পারেন। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইতিমধ্যেই স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হয়েছেন এবং এই কারণে, তিনি হয়তো একটি সংকেত পেয়েছিলেন যে তাঁর এখনই থামতে হবে এবং সেই কারণেই তিনি সিডনি টেস্ট ম্যাচ থেকে বেরিয়ে গেছেন।”
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কও নয় নিরাপদ? এবার সুপ্রিম কোর্টের কাছ থেকে বড়সড় ধাক্কা পেল SBI
প্রসঙ্গত উল্লেখ্য, এই চোটের কারণে বুমরাহের (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি ফিট থাকবেন কিনা তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। এমতাবস্থায়, তিনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যান তাহলে সেটা যে টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।