পরপর হারে বেকায়দায় KKR শিবির, প্লে অফের রাস্তা কি নিশ্চিত করতে পারবেন শ্রেয়স আইয়াররা?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আইয়ারের অধীনে তাদের প্রথম চারটি ম্যাচের মধ্যে ৩টি জিতে আইপিএল ২০২২-এ বেশ ঝকমকে ভাবে শুরু করেছিল। কিন্তু তারপরের ম্যাচ গুলি প্রমাণ করে দিয়েছে যে তারা কতবার একটি দল হিসেবে নির্দিষ্ট কারোর ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভরশীল। তারপর থেকে পরপর তিনটি ম্যাচে পরাজয় নাইট রাইডার্সকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে৷

গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরাজয় খুবই বেদনাদায়ক ছিল কারণ যুজবেন্দ্র চাহাল একটি দুরন্ত ওভারের আগে অবধি ম্যাচ পুরোপুরি কেকেআরের দখলেই ছিল বলে সকলের ধারণা। কিন্তু চাহাল এক ওভারে চার উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে, কেকেআর কি এখন আইপিএল ২০২২-এর প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে? এখানে তাদের বাকি ম্যাচের দিকে নজর রাখার সাথে সাথে নেট রানরেটের হিসাবের দিকেও নজর রাখতে হবে।

   

kkr win csk

এখনও নাইট রাইডার্সের কাছে আইপিএল ২০২২-এর প্লে অফে পৌঁছনোর বড় সুযোগ রয়েছে। শনিবার, ২৩ এপ্রিল গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচ থেকে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হবে। সেই ম্যাচ সহ কেকেআরের মোট ৭টি ম্যাচ হাতে থাকছে, যার অর্থ হল, কেকেআরকে তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে বাকি ৭ ম্যাচের মধ্যে অন্তত ৫টি জিততেই হবে। তাদের এটাও নিশ্চিত করা উচিত যে এই জয়গুলো ভালো ব্যবধানে আসে যাতে সুস্থ একটি নেট রান রেট বজায় থাকে।

পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স দুরন্ত ফর্মে। রশিদ খান, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলাররা রীতিমতো আগুন ঝড়াচ্ছেন পিচে। সেই ম্যাচে জয় পেলে আত্মবিশ্বাস বাড়বে কেকেআরের। আর কে বলতে পারে গতবারের ফাইনালিস্টরা এই ম্যাচটি থেকেই তাদের তৃতীয় আইপিএল জয়ের যাত্রা শুরু করবে না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর