বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাসে লঞ্চ হয়ে গিয়েছে Tata Curvv EV। যেটিকে ঘিরে তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। তবে, এবার Tata Curvv EV-র রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জের ভিডিও সামনে আসতে শুরু করেছে। যেগুলির মধ্যে এই বৈদ্যুতিক গাড়ির আসল রেঞ্জ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসছে। কোম্পানি দাবি করেছে যে Tata Curvv EV-র 45 kWh ব্যাটারি প্যাক সহ রেঞ্জ হল 502 Km এবং 55 kWh ব্যাটারি প্যাক সহ রেঞ্জ 585 Km।
ফুল চার্জে কতদূর চলতে পারে Tata Curvv EV:
এমন পরিস্থিতিতে, এই গাড়ির 55 kWh ব্যাটারি প্যাক মডেলটি সম্পূর্ণ চার্জে চালানো হয়েছিল। যেটির ফলাফল দেখে অবাক হয়েছেন সকলেই। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে gaadiwaadi। যেখানে বলা হয়েছে Tata Curvv EV-র 55 kWh ব্যাটারি প্যাক মডেলটি থেকে মাত্র 389 Km-এর রেঞ্জ মিলেছে। উল্লেখ্য যে, এই বৈদ্যুতিক SUV টি সম্পূর্ণভাবে চার্জ করা অবস্থায় হাইওয়েতে চালানো হয়েছিল।
সেই সময়ে গাড়িটিতে ২ জন বসেছিলেন। একই সঙ্গে বুট স্পেসে কিছু লাগেজও রাখা হয়েছিল। গাড়িটি চালানো হয় গড়ে 85 কিমি/ঘন্টা গতিতে। এর মধ্যে 10 শতাংশ ব্যাটারি শহরে ড্রাইভ করার সময় ব্যয় হয়েছে। আর বাকিটা খরচ হয়েছে হাইওয়েতে চলাকালীন। গাড়ি চালানোর সময় AC-ও চালু ছিল। যখন ব্যাটারি 95 শতাংশ পর্যন্ত ব্যবহার করা হয়, তখন AC স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এমতাবস্থায়, কোম্পানির দাবি থেকে Tata Curvv EV-র রেঞ্জের ফলাফল পৃথক এসেছে।
আরও পড়ুন: নদীর তীরে হাঁটছিল কুকুর, ৩ সেকেন্ডেই হল অদৃশ্য! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলেন নেটিজেনরা
Tata Curvv EV-র ফিচার্স: জানিয়ে রাখি যে, Tata Curvv EV-র দুর্দান্ত এক্সটিরিয়ার ডিজাইন রয়েছে। সেখানে একটি আকর্ষণীয় Front Fascia রয়েছে। যেখানে স্লিক LED হেডল্যাম্প এবং LED DRL উপলব্ধ হয়েছে। এই বৈদ্যুতিক SUV-টির পেছনে ওয়েলকাম এবং গুডবাই অ্যানিমেশন সহ সংযুক্ত টেল ল্যাম্পও রয়েছে। এর পাশাপাশি, ক্লোজড অফ ফ্রন্ট গিল, স্লোপিং রুফলাইন, 18 ইঞ্চির অ্যালয় হুইল, ফ্লাশ ডোর হ্যান্ডেল এবং হুইল আর্চে পিয়ানো ব্ল্যাক এলিমেন্ট রয়েছে। Tata Curvv EV-র স্পোর্টি লুকের ক্ষেত্রে শার্ক ফিন অ্যান্টেনা, রুফ মাউন্টেড স্পয়লার এবং সিলভার স্কিড প্লেট উপলব্ধ রয়েছে।
আরও পড়ুন: FASTag-এ বারবার রিচার্জ করার ঝামেলা শেষ! নতুন নিয়ম RBI-এর, এভাবে মিলবে সুবিধা
এদিকে, Tata Curvv EV-তে লেটেস্ট ইনফোটেনমেন্ট এবং কানেক্টিভিটি ফিচার্স রয়েছে। এর পাশাপাশি, ডুয়াল টোন ড্যাশবোর্ড, মুড লাইটিং সহ ভয়েস-অ্যাসিস্ট্যান্ট প্যানোরামিক সানরুফ, টাচ অ্যান্ড টগল ক্লাইমেট কন্ট্রোল প্যানেল এবং 4 স্পোক স্টিয়ারিং হুইল রয়েছে। নিরাপত্তার জন্য, মোট 6 টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, 360 ডিগ্রি ক্যামেরা, অল হুইল ডিস্ক ব্রেক, i-VBAC সহ ESP, ড্রাইভার ডজ-অফ অ্যালার্ট সহ অ্যাডভান্সড ESP, ও হিল অ্যাসেন্ট এবং ডিসেন্ট কন্ট্রোল উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি অ্যাডভান্সড ভেহিক্যাল অ্যালার্ট সিস্টেম (AVAS), ফ্রন্ট পার্কিং সেন্সর এবং ফ্রন্ট ফগ ল্যাম্পও মিলবে।