CSKvsKXIP: এই ম্যাচে ঘটল বেশ কিছু রেকর্ড, রেকর্ড গড়লেন কে এল রাহুল, ডু’প্লেসি, ওয়াটসন

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের 18 তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। আর এই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। কিংস ইলেভেন পাঞ্জাবকে 10 উইকেটে হারিয়ে রেকর্ড করে চেন্নাই সুপার কিংস। আর চেন্নাই সুপার কিংসের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দলের দুই ওপেনার ফ্যাফ ডু’প্লেসি এবং শেন ওয়াটসন।
এই ম্যাচে ঘটে গেল বেশ কিছু রেকর্ড। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত রেকর্ড গুলি:

1) এই ম্যাচে 63 রানের ইনিংস খেলে আইপিএলের সর্বোচ্চ রান স্কোরার হলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল এবং তিনি মায়াঙ্ক আগারওয়ালের কাছ থেকে ‘অরেঞ্জ ক্যাপ’ ছিনিয়ে নিলেন।

2) ডু’প্লেসি এবং শেন ওয়াটসন মিলে এই ম্যাচে চেন্নাই এর জন্য আইপিএল ইতিহাসের সর্বাধিক পার্টনারশিপ গড়লেন

170052142729bcb4b24fec4253b73730d7c18fbe7cd04752db6f5019a9a92ead62ab2c839

3) 2020 আইপিএলে এই ম্যাচে পাওয়ার প্লে-তে সর্বাধিক (60 রান) রান করল চেন্নাই সুপার কিং।

4) এই ম্যাচে হাফ সেঞ্চুরি করে শেন ওয়াটসন নিজের আইপিএল করিয়ারে 20টি হাফ সেঞ্চুরি করে ফেললেন।

2675652614b9482826c3f6cfd91ff722199938bcc34cf0eaf1c340d4c0bf24557ab47c064 1

5) এই ম্যাচে চারটি বাউন্ডারি মারার সুবাদে শেন ওয়াটসন নিজের আইপিএল ক্যারিয়ারে 350 টি বাউন্ডারি মরার নজির গড়লেন।

6) এবার আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে 300 রানের গন্ডি টপকালেন কে এল রাহুল।


Udayan Biswas

সম্পর্কিত খবর