ছবিতে ছোট করে ছাঁটা চুল! অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠা এই টলি সুন্দরী কে বলুন তো?

বাংলা হান্ট ডেস্ক : ছোট চুলে বাবা মায়ের পিছনে দাঁড়িয়ে রয়েছেন এক অল্প বয়সী কিশোরী। তবে অনেক দিনের পুরনো এই ছবিতে যে কিশোরীকে দেখা যাচ্ছে তিনি বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ। অভিনয় জগতে দীর্ঘদিনের পথচলা তাঁর। একটা সময় বিশেষ করে নব্বইয়ের দশকে বাংলা ইন্ডাস্ট্রিতে বিরাট দাপট ছিল তাঁর।

টলিউডের (Tollywood) এই জনপ্রিয় নায়িকাকে চিনতে পারছেন?

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির  প্রথম সারির  নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তবে শুধু বাংলাতেই তিনি  অভিনয় করেছেন আরও একাধিক ভাষার সিনেমাতেও। এমনকি বলিউডের বিগবি অমিতাভ বচ্চনেরও নায়িকা হয়েছিলেন এই অভিনেত্রী। এখন যদিও বাংলা অভিনয় জগত (Tollywood) থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি।

তবে বিগত কয়েক বছর ধরে ছোটপর্দায় তাঁর জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। অভিনয়ের পাশাপাশি তিনি এখন রাজনীতির জগতেরও অত্যন্ত পরিচিত মুখ। রাজনীতির ময়দানে এসে এই অভিনেত্রী সাফল্য পেয়েছেন ঠিকই তবে সেই সাথে তাঁর সাফল্যের পিছু ধরে এসেছে বিতর্ক। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই এই তারকা সংসদ মুখ খুললেই করে ফেলছেন কোন না কোন বেফাঁস  মন্তব্য।

কি এবার নিশ্চয়ই চিনতে পারছেন কে এই অভিনেত্রী? হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে কথা হচ্ছে বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।  বর্তমানে রচনা হুগলির তৃণমূল সাংসদ। লোকসভা নির্বাচনে বিজেপির লকেট  চট্টোপাধ্যায়কে  হারিয়েছেন তিনি। তবে রাজনীতিতে আসার পর থেকেই মাঝেমধ্যে আলপটকা মন্তব্য করে একাধিকবার ট্রোলড হয়েছেন রচনা।

আরও পড়ুন : পরিবারে আসছে নতুন সদস্য, দায়িত্ব বাড়ছে কবিরের, শুভেচ্ছায় ভাসছেন কোয়েল মল্লিক

কখনও কারখানার ধোঁয়ায় ধোঁয়া বলে হাসির পাত্র হয়েছেন। আবার কখনও হুগলির দইয়ের প্রশংসা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন। আর কিছুদিন আগে  রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে কুইন্টাল কুইন্টাল জল বলে তুমুল ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। বুধবার ২ অক্টোবর ছিল রচনা জন্মদিন। বয়স তাঁর  কাছে বরাবরই একটা সংখ্যা।

Tollywood

এদিন অভিনেত্রী পা দিয়েছেন ৫৩-তে। এবারও খুব কাছের মানুষদের নিয়েই জন্মদিন কাটিয়েছেন নায়িকা। অনেকেই হয়তো জানেন এই টলি সুন্দরীর আসল নাম ছিল ঝুমাঝুম বন্দোপাধ্যায়। বাংলার বিখ্যাত পরিচালক সুখেন দাস ছিলেন রচনার বাবার পরিচিত। অভিনয় জগতে আসার পর তিনিই  অভিনেত্রীর নাম বদলে ঝুমঝুম থেকে করে দিয়েছিলেন রচনা। পরে এই নামেই বাংলা জোড়া  খ্যাতি পেয়েছেন অভিনেত্রী।  নব্বইয়ের দশকের একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায়-ও  বিজয়ীর শিরোপা উঠেছিল এই টলি অভিনেত্রীর  মুকুটে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর