কানাডায় সাইবার হামলা, সেনার ওয়েবসাইট হ্যাক করল ভারতীয় হ্যাকাররা! তুঙ্গে উত্তেজনা

বাংলা হান্ট ডেস্ক: ভারত-কানাডা দ্বন্দ্বের ঝাঁঝ আরও বাড়ল। হ্যাক হয়ে গেল কানাডার (Canada) বায়ুসেনার সরকারি ওয়েবসাইট। আর এই নিয়েই দাবি ভারতীয় (India) হ্যাকাররাই এই সাইবার হামলা চালিয়েছে। ‘ইন্ডিয়ান সাইবার ফোর্স’ (Indian Cyber Force) নামে একটি হ্যাকার (Hacker) গোষ্ঠী এক্স হ্যান্ডলে সেই ঘটনার দায় স্বীকার করেছে।

কানাডা ফৌজের ওয়েবসাইটের ডাটা সেন্টার হ্যাকের (Hack) নেপথ্যে ভারতীয় যোগাযোগের অভিযোগ নতুন করে এই দ্বন্দ্ব আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। কানাডা ন্যাশনাল ডিফেন্স ডিপার্টমেন্টের মিডিয়া রিলেশনশিপ প্রধান ড্যানিয়েল লে বুথিলিয়ার সংবাদমাধ্যমে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে ওয়েবসাইটে গোলমাল শুরু হয়। যারা ডেস্কটপে দেখছিলেন, তাদের কোনও সমস্যা হয়নি। কিন্তু যারা মোবাইলে চেক করছিলেন তারা সাইটটি দেখতে পাননি। এটি হ্যাকারদের হামলা বলে মনে করা হচ্ছে।

এদিকে ‘ইন্ডিয়ান সাইবার ফোর্স’ নামে এক সংস্থা এক্স হ্যান্ডলে লিখেছে, ‘কানাডা বায়ুসেনার ওয়েবসাইটটিতে আঘাত হানা হয়েছে।’ এই ঘটনায় কানাডার স্থল নৌ-সেনা এবং বায়ুসেনা মিলিয়ে কানাডিয়ান ফোর্স তদন্ত নেমেছে।

trudeau modi

উল্লেখ্য, খলিস্তানে জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতকে দায়ী করেছে কানাডা। আর এরপর থেকেই দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক বিরোধ দেখা যায়‌। কানাডা ভারতের কূটনীতিককে বহিষ্কার করার পর, পাল্টা ভারতের তরফেও কানাডার কূটনীতিককে বহিষ্কার করা হয়। এরপর কানাডাবাসীদের ভিসা দেওয়াও বন্ধ করে দেয় ভারত সরকার। এই নিয়ে দুই দেশের মধ্যে তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়েছে। এবার এই আবহে কানাডার বায়ুসেনার সরকারি ওয়েবসাইট (Website) হ্যাক হয়ে গেল। এর নেপথ্যে ভারতের কোনও হাত আছে কি না যদিও এখনও তা জানা যায়নি। তবে গত ২১ সেপ্টেম্বর ভারতীয় সাইবার বাহিনীর তরফে না কি হুমকি দেওয়া হয়েছিল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর