খালিস্তানি জঙ্গি খুনে তলানিতে ভারত-কানাডা সম্পর্ক! বড় পদক্ষেপ নিলেন ট্রুডো

বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারত (India), এমনটাই দাবি করছে কানাডা (Canada)। খলিস্তানিদের দাবিতে সায় দিলেন স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। তিনি জানান, কানাডার নাগরিক খলিস্তানি নেতা (Khalistan) হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের হাত থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রুডো বলেন, ‘নিজের মাটিতে কানাডার নাগরিককে হত্যার সঙ্গে অন্য কোনও দেশ বা বিদেশি সরকারের জড়িয়ে থাকার বিষয়টি বরদাস্ত করা হবে না। এটা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা কিছুতেই মেনে নেওয়া যায় না।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি জানিয়েছেন, এই ঘটনায় কানাডায় নিযুক্ত এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে নির্বাসিত করল ট্রুডোর মন্ত্রিসভা। বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘কানাডার ভারতীয় গোয়েন্দা বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কানাডার নাগরিক হরদীপের খুনের সঙ্গে ওই বিভাগীয় প্রধানের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে বোঝা যাবে যে, কানাডার সার্বভৌমত্বের বড় রকম বিরোধিতা করা হয়েছে। দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় তার প্রাথমিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

খলিস্তানি নেতার খুনে ভারতের যোগ থাকতে পারে বলে জি-২০ সামিটে (G-20 Summit) মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কানাডার এজেন্সির অনুমান খলিস্তানি নেতা খুনে ভারত সরকারের যোগ থাকতে পারে। জি-২০ সম্মেলন চলাকালীন ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) জানিয়েছিলাম। আমি এখনও ভারত সরকারের কাছে আবেদন করব, এই বিষয়ে যেন কানাডার সঙ্গে তারা সহযোগিতা করেন।’

যদিও কানাডার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার সকালে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই অভিযোগ ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে। গণতান্ত্রিক মতাদর্শ পালন করে ভারত। কানাডায় ঘটে যাওয়া কোনও হিংসার ঘটনায় সঙ্গে ভারত কোনওভাবে জড়িত নয়।’ উল্লেখ্য, জুন মাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কানাডার খলিস্তানি নেতা হরদীপের। ২০২২ সালে তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ।

Monojit

সম্পর্কিত খবর