বাংলাদেশের পর কানাডার মন্দিরে হামলা, খালিস্তানিদের তুমুল তাণ্ডব, প্রতিবাদে হিন্দুদের জনজোয়ার

বাংলা হান্ট ডেস্ক: হিন্দুরা কি আদৌ সুরক্ষিত? প্রশ্ন থেকেই যায়। আজ আমাদের ভারত হিন্দুদের দেশ হলেও নানা ধর্মের মানুষ বাস করছে নির্দ্বিধায়, সসম্মানে, সঅধিকারে। হিন্দুদের পাশাপাশি মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান সকলেই মিলে মিশে বাস করেন। কিন্তু উল্টোদিকে অন্য দেশে হিন্দুরা হামেশাই লাঞ্ছিত বঞ্চিতের শিকার। কিছু দিন আগেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর কঠোর নির্যাতন চালানো হয়। হিংস্রতার হাত থেকে বাঁচেনি হিন্দু মন্দিরগুলিও। আর এবার একইভাবে কানাডায় (Canada) হিন্দু মন্দিরের উপর চালানো হলো হামলা। যার জেরে গর্জে উঠেছেন, ইন্দো কানাডিয়ানরা।

কানাডার (Canada) মন্দিরে হামলা:

জানা গিয়েছে, রবিবার কানাডার (Canada) ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে হিন্দু-কানাডিয়ান ভক্তদের ওপর খালিস্তানি পন্থীরা হামলা চালায়। আর এমন ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে শুরু করে। এই ঘটনার প্রতিবাদেই ইন্দো-কানাডিয়ানরা রীতিমতো রাস্তায় নেমেছেন। তথ্যসূত্রে জানা গিয়েছে, সোমবার এই প্রতিবাদের লড়াইয়ে প্রায় ৫ হাজার ভারতীয় কানাডিয়ানরা অংশগ্রহণ করেন।

তথ্যসূত্রে জানা গিয়েছে এদিন গ্রেটার টরেন্টো এলাকায় ভারতীয় কানাডিয়ানরা (Canada) প্রতিবাদে রাস্তায় নামেন। তবে ঘটনাস্থলে এদিন পুলিশের কড়া নিরাপত্তা মোতায়েন করা ছিল। মন্দিরের সামনে রাস্তা বন্ধ থাকায়, গেটের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। এদিন কারোর হাতে ভারতের পতাকা, কারও হাতে আবার ছিল কানাডার পতাকা, এমনকী ইজরায়েলি পতাকা নিয়েও মানুষজনকে সেখানে উপস্থিত হতে দেখা গিয়েছে। যদিও এই এলাকার স্থানীয় পুলিশেরা বিষয়টিকে বেআইনি বলে ঘোষণা করেন। তবে এই সমাবেশের জেরে কারোর কোনো ক্ষতি কিংবা হিংসা, দ্বন্দ্ব কোনোটাই হয় না। কিন্তু দাবি করা হয়, এই প্রতিবাদের মিছিলে অস্ত্র, শস্ত্রও দেখা যায় বিক্ষোভকারীদের হাতে।

Canada Hindu temple attack by Khalistani.

সাসপেন্ড করা হয়েছে এক পুলিশ অফিসারকে: ইতিমধ্যে এই ঘটনার জেরে, পিল রিজিওনাল পুলিশকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে মুখপাত্র জানিয়েছেন, “আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। আর এই ভিডিওতে একজন অফ ডিউটি পিল পুলিশ অফিসারকে, বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। কমিউনিটি সেফটি অ্যান্ড পুলিশ অ্যাক্ট অনুযায়ী এই অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

আরও পড়ুন: “আমেরিকার স্বর্ণযুগ আসছে….”, প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিরাট ঘোষণা ট্রাম্পের

যদিও এই ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “কানাডায় (Canada) হিন্দু মন্দিরে নির্মম হামলার তীব্র নিন্দা করছি। আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রয়াসও সমান ভয়ঙ্কর ।” প্রধানমন্ত্রী এ বিষয়ে আরো বলেছেন, “এ ধরনের হিংসা ভারতের সংকল্পকে কখনোই দুর্বল করতে পারবে না। আমরা আশা করছি, কানাডা সরকার ন্যায়বিচার দেবে এবং আইনের শাসন কায়েম করবে।”

আরও পড়ুন: এবার ভারতে আয়োজিত হবে অলিম্পিক! পাঠানো হল চিঠি, হতে চলেছে স্বপ্নপূরণ

শুধু প্রধানমন্ত্রী নয় একই সাথে এই বিষয় সরব হয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেন, “চরমপন্থীদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে কানাডা। আর সেই কারণে এই ঘটনা ৷” অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ ভারতীয়রা।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর