ভারতের আপত্তি সত্ত্বেও কৃষক আন্দোলন নিয়ে নাক গলাচ্ছে কানাডা, মানবাধিকারের দোহাই দিলেন জাস্টিন ট্রুডো

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে ভারতে (india) কৃষক আন্দোলন তীব্র আকার ধারণ করছে। কৃষি বিল প্রত্যাহার না করা পর্যন্ত কৃষকরা নিজেদের দাবি থেকে অনড় থাকবে বলেও জানিয়ে দিয়েছেন। কিন্তু এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) কিছু বক্তব্যে দুই দেশের মধ্যেকার সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে।

কৃষকদের পাশে জাস্টিন ট্রুডো
ভারতের কৃষক আন্দোলনের বিষয়ে কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত সরকার এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেও তিনি শুক্রবার সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘ভারত থেকে কৃষক আন্দোলনের বিষয়টা আমি জানিতে পেরেছি। বিশ্বের যে কোন প্রান্তের যে কোন রকম শান্তিপূর্ণ প্রতিবাদে কানাডা সর্বদা প্রতিবাদকারীদের পাশে থাকবে। তাতে দেশকে সমালোচনার মুখোমুখি হতে হলেও, কোন কিছু যায় আসে না’।

কানাডার হস্তক্ষেপ মানতে পারছে না ভারত
কানাডার প্রধানমন্ত্রীর এই আচরণকে একেবারেই ঠিক চোখে দেখছে না ভারত। শুক্রবার কানাডার হাই কমিশনারকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়। ভারতের তরফ থেকে ভালো ভাবেই বুঝিয়ে দেওয়া হয়, কানাডার প্রধানমন্ত্রীর এই ভারত সরকার বিরোধী মতামত প্রকাশ একদমই ভালো ভাবে নিচ্ছে না ভারত সরকার। এর ফলে পরবর্তীতে দুই দেশের মধ্যেকার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে।

সেইসঙ্গে আরও জানানো হয়, এট ভারতের অভ্যন্তরীণ বিষয়। এখানে কানাডার নাক না গলানোয়ই শ্রেয়। তাতে দুই দেশের মধ্যেকার সম্পর্ক ভালো থাকবে। এই বিষয়ে আবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘ভারতের মত একটি গণতান্ত্রিক দেশের সম্পর্কে এরকম মন্তব্য কখনই গ্রহণযোগ্য নয়’।


Smita Hari

সম্পর্কিত খবর