পরিজনদের কাছ থেকে মনের মতো উপহার না পাওয়ায় বিয়ে ক্যান্সেল করল কনে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিয়েতে পরিবার, বন্ধু আর আত্মীয় ছাড়া কোনও মজাই থাকে না। বিয়েতে সবাই নব দম্পতির জন্য উপহার আনেন। কিনতি আপনি কখনো শুনেছেন কি, বিয়েতে অতিথিদের থেকে পাওয়া উপহার পছন্দ না হওয়ার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে কেউ? এরকমই এক আজব ঘটনা সামনে এসেছে। শুনলে অবাস্তব লাগলেও, এটি সত্যি ঘটনা।

মনের মতো উপহার না পাওয়ার কারণে কানাডার বাসিন্দা সুস্যান নিজের বিয়ে ভেঙে দেয়। সুস্যানের খুড়তুত ভাই সোশ্যাল মিডিয়ায় সুস্যানের বিয়ে ভাঙার খবর দেয়। এরপরই সুস্যানের বিয়ে ভাঙার খবর ভাইরাল হয়ে যায়।

সুস্যান অতিথিদের কাছে বিয়েতে উপহারের বদলে নগদ টাকা দেওয়ার দাবি করেছিল। সুস্যান নিজের বিয়ে জন্য ৬০ হাজার ডলার জড়ো করে সেই টাকা দিয়ে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু অতিথিরা সুসানের সমস্ত আশায় জল ঢেলে দেয় আর এরফলে সুসান নিজের বিয়েই ক্যান্সেল করে দেয়। সুস্যানের বাগদত্তা বিয়ে না হওয়ার কারণে অনেক দুঃখী। সে জানায়, বন্দু আর আত্মীয়দের জন্য তাঁদের বিয়ে হল না।

সুস্যান বিয়ে ক্যান্সেল করার পর সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লেখে। আর বিয়ে ভাঙার প্রধান কারণও সে বয়ান করে।

 

X