১৯১৩ সালে চুরি হয়ে গিয়েছিল বহু প্রাচীন দেবীর মূর্তি, এবার সেই মূর্তি আবারও আসতে চলেছে দেশে

বাংলা হান্ট ডেস্কঃ ১০০ বছর আগে ভারত থেকে একটি মূর্তি চুরি হয়ে গিয়েছিল। ওই মূর্তি অন্নপূর্ণা দেবীর মূর্তি ছিল। ওই প্রাচীন মূর্তি চুরি হয়ে একটি ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে চলে যায়। কিন্তু এবার এই মূর্তি ভারতে ফিরছে। ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয় এই প্রাচীন মূর্তিটিকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১০০ বছরের প্রাচীন ওই মূর্তি দেবী অন্নপূর্ণার। দেবী অন্নপূর্ণা হিন্দুদের মতে অন্নের দেবী। ওনার কৃপা থাকলে কারোর কোনদিনও অন্নের অভাব হবে না। এছাড়াও দেবী অন্নপূর্ণাকে বারাণসীর রানীও বলা হয়। দেব্বি অন্নপূর্ণার এই মূর্তিটি প্রায় ১০০ বছর আগে বারাণসীর একটি মন্দির থেকে চুরি করে নেওয়া হয়েছিল। আর এরপর থেকে মূর্তিটিকে ইউনিভার্সিটি অফ রিজায়না এর ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতে রাখা হয়েছিল।

একটি বয়ানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে, এই মামলাটি তাঁদের নজরে দিব্যা মেহরা নামের এক শিল্পী নিয়ে আসে। দিব্যা মেহরা এই খবর সাংবাদিক তথা ইতিহাসবিদ নোম্যান ম্যাকেঞ্জি, যার নামে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে ওনার স্থাই সংগ্রহ থেকে পায়।

উল্লেখ্য, দিব্যা নিজের গবেষণায় জানতে পারে যে ম্যাকেঞ্জির নজর এই মূর্তিতে ১৯১৩ সালের ওনার ভারত সফরের সময় পড়েছিল। ম্যাকেঞ্জি এই মূর্তিটি পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, আর ওনার কথামতো এক ব্যাক্তি বারাণসীর মন্দির থেকে এই মূর্তিটি চুরি করে নেয়। এবার ১০০ বছর পর বিশ্ববিদ্যালয় তাঁদের ভুল শুধরে ভারতের হাতে এই বহু প্রাচীন মূর্তিটি তুলে দিতে চলেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর