অলিম্পিক নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন জাপানের শাসকদলের নেতা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : নতুনভাবে পৃথিবীতে সংক্রমণ শুরু করেছে করোনা। পরিস্থিতির দিনের পর দিন ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে চলতি বছরও টোকিও অলিম্পিক বাতিল হয়ে যেতে পারে, এমনটাই জানালেন জাপানের শাসকদল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সচিব তসিহিরো নিকাই।

প্রধানমন্ত্রী ইশিহিদে সুগা জমানায় সরকারের কার্যত দুনম্বর ব্যক্তি নিকাই। তিনি একটি টেলিভিশন অনুষ্ঠানে জানান, ‘যদি এটা আয়োজন করা একেবারেই সম্ভব না হয়, সে ক্ষেত্রে বন্ধ করার সিদ্ধান্ত নিতেই হবে।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘যদি অলিম্পিকের কারণে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, সে ক্ষেত্রে কীসের জন্য এই অলিম্পিক আয়োজন করা হবে?’ বুধবার ওসাকাতে ১১০০ জন আক্রান্ত হয়েছেন। তার পরেই এমন মন্তব্য করেন নিকাই।

ইতিমধ্যেই করোনার কারণে অলিম্পিক এক বছর পিছিয়ে গিয়েছে। ২০২০ সালে যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সেই টুর্নামেন্টের জন্য এ বছর দিন ধার্য করা হয়েছে। ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত টুর্নামেন্ট হওয়ার কথা। অলিম্পিক এভাবে পিছিয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন। এর আগে বিশ্বযুদ্ধের কারনে ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে অলিম্পিক বাতিল করা হয়েছিল। তবে কখনও স্থগিত করা হয়নি।

এই প্রসঙ্গে বছরের শুরুতে টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি যাই হোক না কেন, জাপানে অলিম্পিকের আসর বসছেই। এমন পরিস্থিতিতে অলিম্পকের আয়োজন সঠিকভাবে করার ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে কাজ করা হচ্ছে।

সম্পর্কিত খবর

X