কলকাতার বুকেই তৈরি হতে চলেছে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল, সৌজন্যে মোদী সরকার

বাংলা হান্ট ডেস্ক : মরণব্যাধি ক্যান্সারের থাবা বর্তমানে যে ভাবে গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে প্রতিটি পরিবার থেকে এক একজন করে ক্যান্সারের রোগী পাওয়া যাবে এমনটাই তথ্য প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা৷ তবে কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করেও এই মরণব্যাধির হাত থেকে রেহাই মেলে না৷ শহর কলকাতা কিংবা দেশের বুকে ক্যান্সার হসপিটাল থাকলেও প্রথম পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার থেকে রেহাই পাওয়া সম্ভব হলেও দ্বিতীয় কিংবা তৃতীয় পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে তা থেকে বাঁচার কোনও উপায় থাকে না৷

তাই এবার ক্যান্সার আক্রান্ত রোগীদের দেশের এ প্রান্ত ও প্রান্ত ছোটাছুটি করতে হবে না শহর কলকাতার বুকেই গড়ে উঠতে চলেছে আধুনিক ক্যান্সার হসপিটাল, সৌজন্যে মোদী সরকার৷ জানা গিয়েছে ক্যান্সারের চিকিত্সার জন্য অত্যাধুনিক জিনিসপত্র দেখে ওষুধপত্র সবই থাকবে সেই হাসপাতালে৷ চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল বা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল থাকলেও তার থেকে উন্নত মানের ক্যান্সার হাসপাতাল শুরু হচ্ছে কলকাতার নিউ টাউনে৷7f9b811e 2f6c 11e9 8baa 80fb3b94486c

ইতিমধ্যেই ক্যাম্পাস নির্মিত হয়েছে, জানা গিয়েছে খুব নগণ্য পরিমাণের খরচে ক্যানসার আক্রান্ত মানুষরা বাঁচার দিশা দেখতে পাবেন৷ কয়েক মাসের মধ্যেই সেটি উদ্বোধন হতে চলেছে৷ যেহেতু কলকাতার বুকে যে সমস্ত ক্যানসার হাসপাতাল রয়েছে তার চিকিত্সা খরচ অনেকটাই বেশি, সেই তুলনায় এই নতুন ক্যান্সার হাসপাতালের চিকিত্সা খরচ অনেকটাই কম হবে৷ কয়েক হাজার কোটি টাকা খরচ করে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এই হাসপাতাল নির্মাণ করতে চলেছেন মোদী সরকার৷

যেখানে শুধুমাত্র রাজ্যের মানুষ নন উত্তর পূর্ব ভারতের মানুষের ক্যান্সার চিকিত্সার একমাত্র অন্যতম জায়গা হয়ে উঠবে৷ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার সনাক্ত করা থেকে নিরাময় সবটাই সম্ভব হবে বলে আশাবাদী চিকিত্সকরা৷

সম্পর্কিত খবর