তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপণ বন্ধ করার আবেদন জানালো, এক ক্যান্সার আক্রান্ত রোগী অভিনেতা অজয় দেবগান কে

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক :-
এক ক্যানসার অাক্রান্ত এক ব্যক্তি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করার জন্য আর্জি জানালেন অভিনেতা অজয় দেবগণকে । অজয় দেবগান হল একটি নামকরা পানমশলা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নানাক্রম(৪০) যিনি রাজস্থানের বাসিন্দা, অজয় দেবগণের খুব বড় ফ্যান। তাই অজয় দেবগণের দেওয়া বিজ্ঞাপন দেখেই সেই অতিরঞ্জিত পানমশলা সেবন তিনি শুরু করেন।

 

তবে, বর্তমানে নানাক্রম গুরুতর ভাবে ক্যান্সারে আক্রান্ত। তাই তিনি নেশাগ্রস্থ জিনিস থকে বিরত থাকার বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য লিফলেটও ছেপেছেন। দেওয়ালে দেওয়ালে মিলবে দেখা সেসব লিফলেটের যদি আপনি পা রাখেন রাজস্থানের জগৎপুরার সঙ্গনীর এবং পার্শ্ববর্তী অঞ্চলে।এসবের সাথে সাথে এই বিজ্ঞাপনটি না করারও জন্যও অনুরোধ জানিয়েছেন তাঁর প্রিয় অভিনেতাকে।

প্রসঙ্গত, নানাক্রম আগে ওই অঞ্চলেরই একজন চা বিক্রেতা ছিলেন। কিন্তু অসুস্থ শরীর ওই ব্যবসায় এখন আর সায় দেয়না।এদিকে বাড়িতে উপার্জন করার মতো একটা মানুষও নেই। তাই বর্তমানে ওই অঞ্চলে বাড়িতে বসেই দুধ বিক্রি করার প্রক্রিয়া তিনি শুরু করেন।

সম্পর্কিত খবর

X