বাংলাহান্ট ডেস্ক : ধূমপানের কারণেই বাড়তে থাকে ক্যানসারের (Cancer) প্রবণতা। তবে এমন অনেক সময় দেখা যায় যে, ধূমপান করার প্রবণতা না থাকলেও ক্যানসারে আক্রান্ত সেই ব্যক্তি। তবে আজকের দিনে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, দেশে এমন অধূমপায়ীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
ফুসফুসের ক্যানসারের (Cancer) বড় তথ্য
নেপথ্যের কারণ কি জানেন? প্রকাশ্যে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। মূল কারণ হিসেবে দায়ী ক্রমবর্ধমান বায়ুদূষণ। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবসে (World Cancer Day) ‘দ্য ল্যান্সেট রেসপিরেটরি মেডিসিন জার্নাল’ প্রকাশ পেয়েছে যেখানে একটি সমীক্ষায় ধরা পড়েছে ভয়ঙ্কর তথ্য। সূত্রের খবর, অ-ধূমপায়ীদের (Non Smoker) মধ্যেই ফুসফুসের ক্যানসারের (Lung Cancer) মাত্রা বাড়ছে।
আরোও পড়ুন : নতুন দায়িত্ব পেয়ে আবেগে ভাসলেন রতন টাটার “বন্ধু” শান্তনু! লিখলেন মনের কথা, জানলে চোখ ভিজবে আপনারও
শুধুমাত্র আমাদের দেশে নয়, বিশ্বজুড়েই বাড়তে শুরু করেছে এই প্রবণতা। ফলে, সকলের কপালেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। ২০২২ সালের তথ্য পর্যালোচনা করে এই সমীক্ষায় জানা গিয়েছে যারা জীবনে কখনই ধূমপান করেননি সেইরকম ব্যক্তিদের মধ্যে ৫৩ থেকে ৭০ শতাংশ ফুসফুসের ক্যানসারের প্রকোপ দেখা গিয়েছে। বিশ্বজুড়ে অনেক জায়গাতেই ধূমপানের প্রবণতা কমছে, কিন্তু এমন ব্যক্তি যারা কখনও ধূমপান করেননি তাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার মাত্রা বাড়ছে।
দেশে জাতীয় স্তরে মূলত চার ধরনের ক্যানসারের (Cancer) প্রকোপ বেড়ে চলেছে বলেই ২০২২ সালের গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য সমীক্ষা করে দেখছে। এর মধ্যে রয়েছে অ্যাডিনো কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল এবং লার্জ সেল কার্সিনোমা। সমীক্ষায় দেখা গিয়েছে, অ্যাডিনো কার্সিনোমার প্রকোপ বেড়ে চলেছে পুরুষ ও মহিলা উভয়ের মধ্যেই।