বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC scam) ইস্যুতে জট এখনও খোলেনি। সুপ্রিম নির্দেশে চাকরি হারানোর পর থেকেই অবস্থান বিক্ষোভে নেমেছেন চাকরিহারাদের অধিকাংশ। আদালত তাদের সাময়িক স্বস্তি দিলেও নিজেদের দাবিতে অনড় তাঁরা। এরই মধ্যে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এসএসসি ২০১৬ সালের প্যানেলে যাঁরা ‘র্যাঙ্ক জাম্প’ করে চাকরি পেয়েছিলেন, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
SSC মামলায় বড় নির্দেশ | SSC scam
এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ সাফ জানাল, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খন্না যে রায় দিয়েছিলেন তাই বহাল থাকছে। সেই রায় একেবারে সঠিক। তাই সেই মত ‘র্যাঙ্ক জাম্প’ করা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাতেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যাঁরা র্যাঙ্ক জাম্প করেছেন তাঁরা প্রত্যেকেই অযোগ্য। তাই নতুন করে আর পরীক্ষায় বসার সুযোগ পাবেন না তাঁরা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের জেরে একধাক্কায় চাকরি গিয়েছে ২৫,৭৩৫ জনের। যাঁরা দাগি নন তাঁরা আবার নতুন করে নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। যাঁরা অযোগ্য তাঁদের সুদ সহ বেতনও ফেরত দিতে হবে জানায় সুপ্রিম কোর্ট।
ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f
সুপ্রিম কোর্টের চিহ্নিত করা ‘অযোগ্য’দের তালিকায় মূলত রয়েছেন যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাঁরা, যাঁরা প্যানেল-বহির্ভূত ভাবে বা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার চাকরি পেয়েছেন তাঁরা এবং যাঁরা ‘র্যাঙ্ক জাম্প’ করে চাকরি পেয়েছেন তাঁরা। এই ‘র্যাঙ্ক জাম্প’ নিয়েই মামলা হয়েছিল।
আরও পড়ুন: বিয়ের পর একাধিক ঝড়ঝাপটা! রিঙ্কুকে নিয়ে এবার ঘুরতে গেলেন দিলীপ, কোথায় গিয়েছেন নবদম্পতি?
এদের দাবি ছিল, তাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পাননি। পরীক্ষা দিয়ে পেয়েছেন। প্যানেলেও তাঁদের নাম ছিল। তাই নতুন করে নিয়োগপ্রক্রিয়াতেও পরীক্ষায় বসার সুযোগ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তাঁরা। এদিন তাদের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।