ইনিই হলেন বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ, ব্যবহার করতে পারেন না মোবাইলও!

   

বাংলাহান্ট ডেস্ক: তাঁকে দেখলে মনে হবে যেন ৩-৪ বছরের শিশু। কেউ ধরতেই পারবেন না যে তিনি আসলে একজন পূর্ণবয়স্ক মানুষ! কারণ মাত্র ২ ফিট ১ ইঞ্চি উচ্চতা তাঁর। ওজনও খুব বেশি নয়। মাত্র সাড়ে ৬ কেজি। তিনি আফশিন ইসমাইল ঘাদেরজাদেহ। ইরানের এই যুবকই হলেন বিশ্বের ক্ষুদ্রতম মানুষ (World’s shortest man)। 

বিশ্বের ক্ষুদ্রতম মানুষ হিসেবে ইতিমধ্যেই নাম তুলেছেন আফশিন। কিন্তু গিনিস বুকে নাম তুললে কী হবে, রোজকার জীবনে বেশ কিছু কাঠিন্যের মুখোমুখি হতে হয় তাঁকে। এত কম উচ্চতা হওয়ার ফলে তাঁর শরীরও দুর্বল। ফলে মোবাইলের মতো সাধারণ জিনিসও হাতে নিতে পারেন না তিনি।

world's shortest man

আফশিনের বাবা-মা জানিয়েছেন, জন্মের সময় মাত্র ৭০০ গ্রাম ওজন তাঁর। ইরানের আজারবাইজান প্রদেশের বুখান কাউন্টির বাসিন্দা আফশিন। বর্তমানে ২ ফিট ১ ইঞ্চি উচ্চতা তাঁর। আফশিন জানিয়েছেন, গিনিস বুকে তাঁর নাম ওঠার ফলে অনেক মানুষ তাঁর ব্যাপারে জানতে পারবেন। মানুষ যদি তাঁকে সাহায্য করেন, তাহলে তিনি তাঁর সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে বিশ্বের ক্ষুদ্রতম মানুষের খেতাব পেয়েছিলেন ৩৬ বছর বয়সি এডওয়ার্ড নিনো হার্নান্ডেজ। ২ ফিট ৭ ইঞ্চির এওয়ার্ড কলম্বিয়ার বাসিন্দা। আফশিন এডওয়ার্ডের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন। আফশিন জানিয়েছেন, শারীরিক দুর্বলতার কারণে স্কুলে যেতে পারেননি তিনি। এমনকী, গ্রামে কোনও কাজও করতে পারেননি।

https://www.instagram.com/p/Cdf6uTdIRk9/?utm_source=ig_web_copy_link

তাঁর ওজনের তুলনায় একটি মোবাইল ফোনও অনেকটা ভারী মনে হয়। সেই কারণে মোবাইলও ব্যবহার করতে পারেন না। আফশিনের বাবা ইসমাইল ঘাদেরজাদেহ বলেছেন, শারীরিক দুর্বলতার কারণে কোনওদিন পড়াশোনা করতে পারেনি তাঁর ছেলে। তবে সে মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ। স্কুলে না যাওয়ার ফলে সে নিরক্ষর। অতি সম্প্রতি নিজের নাম লিখতে শিখেছে আফশিন।

আফশিনের বয়স ২০ বছর হলেও তাঁর উচ্চতার কারণে সমবয়সিদের জামাকাপড় তাঁর গায়ে হয় না। সেই জন্য সে তিন বছরের শিশুর আকারের জামাকাপড় পরে। এছাড়াও আফশিন কার্টুন দেখতে ভালবাসে। মার্কিন কার্টুন ‘টম অ্যান্ড জেরি’ হল তাঁর প্রিয়। সম্প্রতি সে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট খুলেছে। গিনিস বুকের সম্পাদক ক্রেগ গ্লেন্ডে জানিয়েছেন, সেলিব্রিটি হিসেবে আফশিন নিজের যাত্রা শুরু করতে প্রস্তুত। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর