বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amarinder Singh) পাকিস্তানি মধিলা বান্ধবী আরুসা আলমকে (Aroosa Alam) নিয়ে রাজনৈতিক পারদ চড়েছে। ক্যাপ্টেনের মিডিয়া পরামর্শদাতা আরুসা আলমের সঙ্গে সোনিয়া গান্ধীর একটি ছবি ট্যুইটারে শেয়ার করার পর পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী এই মামলায় ISI কানেকশন থাকা নিয়ে তদন্ত করার দাবি থেকে পিছু হটেছেন।
পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রান্ধাবা বলেন, এটা দেশের বিষয় এখন এই মামলার তদন্ত RAW করতে পারে। উল্লেখ্য, সবথেকে অবাক করা বিষয় হয় আরুসা আলম মামলায় সুখজিন্দর সিংই প্রথম থেকে ISI যোগ সাজেশ টেনে এনে তদন্তের দাবি জানিয়েছিলেন। আর এখন তিনিই তদন্ত থেকে পিছু হটছেন। ওনার পিছু হটার ফলে রাজ্যের সমস্ত বিরোধী দলগুলো এখন কংগ্রেসের উপর আক্রমনাত্বক হয়েছে।
উল্লেখ্য, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পাকিস্তানি বান্ধবী আরুসা আলমের সঙ্গে ISI যোগ সামনে এসেছে। এরপর থেকেই পাঞ্জাব কংগ্রেস অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে তদন্তের দাবি তোলে। কিন্তু সেই আরুসা আলমের সঙ্গে যখন সোনিয়া গান্ধীর ছবি প্রকাশ্যে আসে, তখন কংগ্রেসই এবার তদন্ত থেকে পিছু হটছে।