পুত্র-কন্যা সহ আজই বিজেপিতে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন, কংগ্রেসেই থাকবেন সাংসদ পত্নী? তুঙ্গে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে ভারতীয় জনতা পার্টিতে(BJP) যোগ দিতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh)। আজ সোমবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তিনি। একইসঙ্গে নিজের দল পঞ্জাব লোক কংগ্রেসকে (Punjab Lok Congress) বিজেপির সঙ্গে একীভূত করবেন অমরিন্দন। ক্যাপ্টেনের সঙ্গেই গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তাঁর ছেলে রণ ইন্দর সিং, মেয়ে জয় ইন্দর কৌর, নাতি নির্বাণ সিং। তবে অমরিন্দরের স্ত্রী কংগ্রেস সাংসদ পরনীত কৌর এখনও কংগ্রেসেই থাকবেন বলে জানা যাচ্ছে।

গত বিধানসভা নির্বাচনের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। গঠন করেন নিজের দল পাঞ্জাব লোক কংগ্রেস। বিজেপির সঙ্গে জোটও করেন। সেই সময় অমরিন্দর সিং-এর ছেলে রণ ইন্দর সিং বিজেপির সঙ্গে জোট এবং প্রার্থী নির্বাচনে মুখ্য ভূমিকা গ্রহন করেন। কিন্তু আম আদমি পার্টির ঝড়ে সব কিছু ওলট-পালট হয়ে যায়। হারতে হয় বিজেপিকেও। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পাঞ্জাবে সরকার গড়ে আপ।

তারপর থেকে পাঞ্জাবে রাজনৈতিক জায়গা তৈরি করতে চেষ্টা চালাচ্ছে বিজেপি। আপ এমনও অভিযোগ করে যে বিজেপি অপারেশন লোটাসের মাধ্যমে টাকা দিয়ে আপ বিধায়ক কেনার পরিকল্পনা করছে। অভিযোগ দায়ের হয় থানাতেও। বিজেপি বহুদিন থেকেই পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের একজন মজবুত কাউকে খুঁজছিল। সেই অভাব মিটিয়েছে ক্যাপ্টেন অমরিন্দর। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও অমরিন্দর সিং-এর সম্পর্ক যথেষ্ট ভাল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকাকালীন একবার সংবাদমাধ্যমকে অমরিন্দর জানান, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলে কখনও তিনি নিরাশ করেন নি।

কিন্তু সমস্যা হল বিজেপি ৭৫ বছরের বেশি বয়সের রাজনীতিকদের টিকিট দেয় না। এখন অমরিন্দরের বয়স ৮০ বছর। তাই তাঁর টিকিট পাওয়া সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ক্যাপ্টেনের জায়গায় তাঁর মেয়ে জয় ইন্দর কৌর সমস্ত রাজনৈতিক দায়িত্ব সামলান। তাই আগামী বিধানসভা নির্বাচনে জয় ইন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর