বাংলাহান্ট ডেস্কঃ ৩৩ বছর পুরনো ভারতীয় সেনাদের (Indian army) বরফ যুদ্ধের কথা মনে পড়লে আজও লাদাখ (Ladakh) বাসীর গায়ের লোম খাড়া হয়ে যায়। ১৯৮৭ সালের ২৬ শে জুন, দেশ মাতৃকার রক্ষার্থে ভারতীয় সেনাদল ভূমি থেকে প্রায় ২১ হাজার ফুট উঁচু বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে সচেষ্ট হয়েছিল। অসম্ভবকে সম্ভব করেছিলেন নায়েব সুবেদার বানা সিং (Captain Bana Singh)।
নায়েব সুবেদার বান সিং
অসীম সাহসের অধিকারী এই নায়েব সুবেদার বানা সিং (Captain Bana Singh) ২০০০ সালের অক্টোবরে অনারারি ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। ১৬ বার পরমবীর চক্রের অধিকারী সুবেদার বানা সিং সেদিনের সেই বরফ যুদ্ধের একাই নায়ক হিসাবে তিনি পাকিস্তানের হাত থেকে ভারতের অংশটিকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন।
বরফ যুদ্ধ
সম্প্রতিকালে ভারত চীনের লাদাখ সীমান্ত অঞ্চলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই সময় জম্মুর বাসিন্দা আরএস পুরা ক্যাপ্টেন বানা সিংহ-এর সিয়াচেন অপারেশনের সময়কার তাঁর সঙ্গী দ্বিতীয় লেফটেন্যান্ট রাজীব পান্ডের কথা মনে পড়ছিল। সিয়াচেনের যুদ্ধের সময় প্রথমে রাজীবের নেতৃত্বে সেনার দল পাঠানো হলেও, শহীদ হন রাজীব পাণ্ডে। এবং সেই যুদ্ধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নায়েব সুবেদার বানা সিং এবং তাঁর সহযোগিরা।
বানা টোপ
বরফ যুদ্ধের সময় সিয়াচেন হিমবাহ সংলগ্ন প্রায় ২১ হাজার ফুট উঁচু বিশ্বের সর্বোচ্চ অংশকে নিজেদের দখলে করে কায়েদ নাম দিয়েছিল পাকিস্তানরা। কিন্তু নায়েব সুবেদার বানা সিং এবং তাঁর দলের কঠিন পরিশ্রম এবং মৃত শহীদের কথা মাথায় রেখে ওই অঞ্চলকে রক্ষা করে নতুন নাম দেন বানা টোপ। এই যুদ্ধ সাঙ্ঘাতিক কঠিন হলেও, তৎকালীন সময়ে ভারতীয় সেনারা ওই যুদ্ধে জয়লাভ করেছিল।
গর্বিত ভারতীয় সেনা
বর্তমান সময়ে ভারত চীনের সীমান্ত এলাকার উত্তেজনার মধ্যে নায়েব সুবেদার বান সিং সেই বরফ যুদ্ধের কথাই বারবার স্মরণ করছেন। সেদিন তিনি ২১ হাজার ফুট উঁচুতে উঠবার জন্য ১৫০০ ফুট উঁচু বরফের পাহাড়ে উঠে বীরত্বের কাজ করেছিলেন। সম্প্রতি সেই যুদ্ধের কথা স্মরণ করে শুক্রবার লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে লেখেন, ৩৩ বছর আগে, ২১১৫৩ ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট অঞ্চলে যুদ্ধ চলেছিল। সেই যুদ্ধের পারমবীর চক্র সম্মানিত জওয়ানদের মধ্যে মাননীয় ক্যাপ্টেন বানা সিং এবং মহাবীর চক্র সুবেদারের সঙ্গে বর্তমান জওয়ানরা যুক্ত হতে পেরে গর্বিত।