বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) নতুন মাইলফলক তৈরি করছে মহিলা আইপিএল (WPL)। ইতিমধ্যে প্রথম দু’দিনে যে তিনটি ম্যাচ হয়েছে ওই তিনটি ম্যাচেই সমর্থকরা মুগ্ধ হয়ে গিয়েছেন এই নতুন প্রতিযোগিতাটি নিয়ে। তারকা ক্রিকেটাররা জ্বলে উঠছেন ব্যাট এবং বল হাতে। অপরিচিতরাও তাদের থেকে শিখছেন। সেইসঙ্গে এই প্রতিযোগিতায় ডিসিশন রিভিউ সিস্টেমের (DRS) অভিনব ব্যবহারও মাইলফলক তৈরি করছে ক্রিকেট বিশ্বে।
ক্রিকেট জগতে প্রথমবার কোনও টুর্নামেন্টে ওয়াইড বা নো বলের ক্ষেত্রে ক্রিকেটাররা আম্পায়ারদের সাথে সহমত না হলে রিভিউ নিতে পারছেন এই টুর্নামেন্ট থেকে। এই নিয়ম পরবর্তীতে আসন্ন পুরুষ আইপিএলেও দেখা যাবে। স্বাভাবিকভাবেই বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলগুলির ভক্তরা এই খবর শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং ইতিমধ্যে মহিলা আইপিএলে এই পদ্ধতির ব্যবহার দেখা গিয়েছে।
আইপিএলে ইতিমধ্যেই বহুবার আম্পায়ারের দেওয়া ওয়াইড বলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করার ঘটনা ঘটেছে। আম্পায়ারের মাত্র একটি বিতর্কিত ওয়াইড বলের সিদ্ধান্তে ম্যাচের গতিপ্রকৃতি পরিবর্তন হওয়ার ঘটনার উদাহরণ প্রচুর রয়েছে। কিন্তু এবার থেকে তেমনটা আর হওয়ার সম্ভাবনা নেই। মাঠে উপস্থিত ক্রিকেটাররা যদি নিশ্চিত থাকেন যে আম্পায়ার যা সিদ্ধান্ত দিয়েছে এই ক্ষেত্রে সেটা সঠিক নয় তাহলে তারা এবার রিভিউ ব্যবহার করতে পারবেন।
ইতিমধ্যেই মহিলা আইপিএলের প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরকে এই নতুন নিয়মের সুবিধা নেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে। গতকাল দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের তারকা ভারতীয় ক্রিকেটার একটি কোমরের উপরের উচ্চতার নো বলের ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। এছাড়া নতুন করে এই সিদ্ধান্তের সুবিধা নিয়েছেন গুজরাট জায়ান্টসের নতুন অধিনায়ক স্নেহ রানা।
মহিলা আইপিএল চলবে ২৬ শে মার্চ পর্যন্ত। ওই আইপিএল শেষ হওয়ার তিনদিন পর থেকেই আরম্ভ হবে পুরুষদের আইপিএল। সেখানে মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাদের এই নিয়মের সুবিধা নিতে দেখা যাবে।