সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত শতাধিক! ‘জঙ্গিদের কার্যকলাপ” জানালেন রাষ্ট্রপতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় জঙ্গি হামলায় কেঁপে উঠল সোমালিয়া। বিস্ফোরণে কমপক্ষে ১০০ জনের মৃত্যুর আশঙ্কা। ধারণা করা হচ্ছে জোড়া বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ টুইট করে জঙ্গি হামলার কথা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ জানিয়েছেন, আল শাবাব জঙ্গি গোষ্ঠীই হয়তো এই হামলা চালিয়েছে।

সে দেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষামন্ত্রকের দপ্তরের সামনে বিস্ফোরণটি ঘটে। বোমা রাখা ছিল দুটি গাড়ির মধ্যে। পরিকল্পনা করেই দিনের ব্যস্ত সময়ে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ভয়াবহ এই জোড়া বিস্ফোরণে কমপক্ষে প্রাণ হারিয়েছেন ১০০ জন। সোমালিয়ার প্রেসিডেন্টের অনুমান নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সরকারের তরফ থেকে বিস্ফোরণে নিহত ও আহতদের সরকারি সাহায্যর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Somalia

এই জোড়া বিস্ফোরণ সোমালিয়ার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জঙ্গি নাশকতার ঘটনা। সে দেশের ইসলামিক জঙ্গি সংগঠন আল শাবাব কোন বিস্ফোরণে বেশি মানুষের মৃত্যু হলে তার দায় নেয় না। এক্ষেত্রে এখনো পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি আল শাবাব বা অন্য কোন জঙ্গি সংগঠন। তবে সোমালিয়ার প্রেসিডেন্ট মনে করছেন এই জঙ্গি হামলার পেছনে রয়েছে আল শাবাব। তিনি জানিয়েছেন,”আল শাবাব সাধারণ মানুষের উপর আঘাত হেনে আমাদের দমিয়ে রাখতে পারবেনা। লড়াইয়ের মাধ্যমে আমরা জঙ্গিদের উচ্ছেদ করব।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X